Advertisement

Women Reservation Bill: 'বিলের মা মমতা,' মহিলা সংরক্ষণ নিয়ে দ্রুত আইন চাইলেন মহুয়া

মহুয়া মৈত্র বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই লোকসভায় মহিলাদের যথেষ্ট জায়গা দিয়েছেন, তিনি প্রকৃত অর্থে 'বিলের মা'।' মৈত্র যত দ্রুত সম্ভব আইন প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, মহিলাদের সমান অধিকার পেতে হবে।

'বিলের মা মমতা,' মহিলা সংরক্ষণ নিয়ে দ্রুত আইন চাইলেন মহুয়া
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 20 Sep 2023,
  • अपडेटेड 3:49 PM IST
  • আজ নতুন সংসদের দ্বিতীয় দিনে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হচ্ছে
  • আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল লোকসভায় বিলের বিধান সম্পর্কে তথ্য দেন

আজ নতুন সংসদের দ্বিতীয় দিনে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমে, আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল লোকসভায় বিলের বিধান সম্পর্কে তথ্য দেন। এর পরে কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধী জানান যে কংগ্রেস মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করে। তবে তিনি বলেছিলেন যে জনগণনা করে এই বিলে এসসি, এসটি এবং ওবিসি সংরক্ষণের বিধান থাকা উচিত। এদিকে, বিল নিয়ে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মুখে। তিনি মমতাকে মহিলা সংরক্ষণ বিলের 'মা' বলে অভিহিত করেন।

মহুয়া মৈত্র বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই লোকসভায় মহিলাদের যথেষ্ট জায়গা দিয়েছেন, তিনি প্রকৃত অর্থে 'বিলের মা'।' মৈত্র যত দ্রুত সম্ভব আইন প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, মহিলাদের সমান অধিকার পেতে হবে।

মঙ্গলবার লোকসভায় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল মহিলা সংরক্ষণ বিল (নারী শক্তি বন্দন আইন) পেশ করেছিলেন। এ বিষয়ে আলোচনার জন্য সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। কংগ্রেসের তরফে লোকসভায় বক্তব্য রাখেন সনিয়া গান্ধী। একই সঙ্গে যারা বিজেপির পক্ষে কথা বলেছেন তাদের মধ্যে রয়েছেন স্মৃতি ইরানি, নির্মলা সীতারামন এবং দিয়া কুমারীর নাম। বিল নিয়ে তোলপাড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। মহিলা সংরক্ষণ বিল নিয়েও রাজনীতির তরজা শুরু হয়েছে। কেন্দ্রকে নিশানা করেছে বিরোধীরা। কংগ্রেস বিলটিকে মোদীর আরেকটি স্টান্ট হিসাবে অভিহিত করেছে। এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন যে মুসলিম মহিলাদের জন্য কোটার অভাব এই বিলের প্রধান ত্রুটি।

মঙ্গলবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯ সেপ্টেম্বরকে একটি ঐতিহাসিক দিন বলে অভিহিত করেন এবং বিরোধী দলগুলিকে বিলটি পাশ করার আহ্বান জানান। মহিলাদের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে তারা নীতি-নির্ধারণে একটি বড় ভূমিকা পালন করেছেন এবং ঈশ্বর তাঁকে মহিলা সংরক্ষণের বিল বাস্তবায়নের জন্য বেছে নিয়েছেন।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement