Advertisement

Shatrughan Sinha: TMC-র শত্রুঘ্ন হঠাত্‍ UCC-সমর্থক, দেশে আমিষ ব্যানও চাইছেন, কী হল?

তাঁর দাবি, UCC-র মধ্যে বেশকিছু প্যাঁচপয়জার রয়েছে, যা দূর করা জরুরি। ভোট বা রাজনীতির জন্য আপনি UCC লাগু করছেন, এরকম যেন মনে হয়। যদি সতর্কতা ও সব দিক খতিয়ে দেখে UCC লাগু করা হয়, তা খুবই ভাল হবে দেশের জন্য।

মমতা বন্দ্যোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহা -- ফাইল ছবিমমতা বন্দ্যোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহা -- ফাইল ছবি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Feb 2025,
  • अपडेटेड 10:39 AM IST
  • UCC-র ভূয়সী প্রশংসা করলেন শত্রুঘ্ন
  • গোমাংস নিয়েও মমতা-বিরোধী সুর শত্রুঘ্নের গলায়
  • সম্প্রতি কতবার দল বদলেছেন শত্রুঘ্ন?

তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহার গতিবিধি সন্দেহজনক। যে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)-এর তীব্র বিরোধিতা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই UCC-কেই সমর্থন করলেন আসানসোলের তৃণমূল সাংসদ। তাঁর মতে, গোটা দেশেই UCC লাগু করা উচিত। UCC-র ভূয়সী প্রশংসাও করলেন 'বিহারীবাবু'। 

উত্তরাখণ্ডে UCC লাগু হয়ে গিয়েছে। এবার গুজরাতেও অভিন্ন দেওয়ানি বিধি লাগুর প্রক্রিয়া চলছে। এহেন সময়ে শত্রুঘ্নর UCC বন্দনা বেশ তাত্‍পর্যপূর্ণ। বস্তুত, এই UCC-র তীব্র বিরোধী খোদ মমতা। তিনি বারার বলেছেন, পশ্চিমবঙ্গে UCC লাগু করতে দেওয়া হবে না।

UCC-র ভূয়সী প্রশংসা করলেন শত্রুঘ্ন

তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাত্‍কারে বললেন, 'উত্তরাখণ্ডে যা হয়েছে, খুব ভাল হয়েছে। UCC হওয়াই উচিত। যে কোনও দেশেই UCC থাকা উচিত এবং গোটা দেশবাসী একথা স্বীকার করবে।' তাঁর দাবি, UCC-র মধ্যে বেশকিছু প্যাঁচপয়জার রয়েছে, যা দূর করা জরুরি। ভোট বা রাজনীতির জন্য আপনি UCC লাগু করছেন, এরকম যেন মনে হয়। যদি সতর্কতা ও সব দিক খতিয়ে দেখে UCC লাগু করা হয়, তা খুবই ভাল হবে দেশের জন্য।

গোমাংস নিয়েও মমতা-বিরোধী সুর শত্রুঘ্নের গলায়

গোমাংস নিষিদ্ধ করার ইস্যুতেও শত্রুঘ্ন সিনহার গলায় মমতা-বিরোধী সুর। বললেন, 'গোমাংস নিষিদ্ধ করাই উচিত। শুধু বিফ ব্যান কেন, গোটা দেশেই আমিষ নিষিদ্ধ করা উচিত। সকলের উচিত নিরামিষ খাওয়া। কেন্দ্র কিছু জায়গায় বিফ ব্যান করেছে, কিছু জায়গা করেনি। উত্তরপূ্র্বে কী হচ্ছে? ওরা বলছে বিফ নিয়ে উত্তর ভারতে গরু হল মাম্মি আর উত্তরপূর্ব ভারতে সেই গরুই ইয়াম্মি, এই নীতি চলবে না।' 

সম্প্রতি কতবার দল বদলেছেন শত্রুঘ্ন?

বস্তুত শত্রুঘ্ন সিনহা ২০১৯ সালের আগে বিজেপি নেতা ছিলেন। ২০১৯ সালের এপ্রিলে লোকসভা ভোটের মুখে তিনি যোগ দেন কংগ্রেসে। আবার ২০২২ সালের মার্চ মাসে তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। যোগ দিয়েই আসানসোল উপনির্বাচনের টিকিট পান। সেখানে জিতে বর্তমানে তৃণমূলের সাংসদ তিনি।

Advertisement

Read more!
Advertisement
Advertisement