Advertisement

Traffic Rules: একটা বাইকে ৭ জন! ভাইরাল ছবি, হাতজোড় করল ট্রাফিক পুলিশ, কত ফাইন হল? 

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চেকিং চলাকালীন অফিসাররা ওই বাইকটিকে থামান। দেখা যায়, ৬ শিশু এক প্রাপ্তবয়স্কের সঙ্গে একই বাইকে বসে আছে বিনা হেলমেটে, বিনা নিরাপত্তায়। পুলিশ সঙ্গে সঙ্গেই ওই চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৭,০০০ জরিমানা জারি করে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 04 Nov 2025,
  • अपडेटेड 4:58 PM IST
  • উত্তরপ্রদেশের হাপুর জেলায় এক অবিশ্বাস্য ছবি ভাইরাল হয়েছে।
  • এক মোটরবাইকে একজন প্রাপ্তবয়স্ক সহ ছজন শিশুকে বসিয়ে চলেছিলেন এক ব্যক্তি।

উত্তরপ্রদেশের হাপুর জেলায় এক অবিশ্বাস্য ছবি ভাইরাল হয়েছে। এক মোটরবাইকে একজন প্রাপ্তবয়স্ক সহ ছজন শিশুকে বসিয়ে চলেছিলেন এক ব্যক্তি। ঘটনাস্থল ছিল গড়মুক্তেশ্বরের পালওয়ারা চেকপয়েন্ট। দৃশ্যটি দেখে হতবাক ট্রাফিক পুলিশ সদস্যরা বাইক থামিয়ে ওই ব্যক্তিকে সতর্ক করেন এবং হাত জোড় করে অনুরোধ করেন, 'ট্রাফিক নিয়ম মানুন, নিজের ও বাচ্চাদের জীবনের মূল্য দিন।'

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চেকিং চলাকালীন অফিসাররা ওই বাইকটিকে থামান। দেখা যায়, ৬ শিশু এক প্রাপ্তবয়স্কের সঙ্গে একই বাইকে বসে আছে বিনা হেলমেটে, বিনা নিরাপত্তায়। পুলিশ সঙ্গে সঙ্গেই ওই চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৭,০০০ জরিমানা জারি করে।

পুলিশ জানিয়েছেন, ওই ব্যক্তি নিজের ও তার সন্তানদের জীবনের ঝুঁকি নিয়ে এমন বিপজ্জনক পদক্ষেপ নিয়েছিলেন। এই ঘটনার ছবি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ মন্তব্য করে ট্রাফিক নিয়ম অমান্যের তীব্র নিন্দা জানিয়েছেন।

হাপুর ট্রাফিক পুলিশ বিভাগের এক কর্মকর্তা বলেন, 'এভাবে নিজের জীবন ও সন্তানদের নিরাপত্তা নিয়ে খেলা করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণ। আমরা মানুষকে সতর্ক করছি, নিয়ম ভাঙলে এরকম কঠোর পদক্ষেপ নেওয়া হবে।'

 

Read more!
Advertisement
Advertisement