Advertisement

Tripura election 2023: BJP-র মুখে বারবার বাম-কংগ্রেস, ত্রিপুরায় TMC কতটা ফ্যাক্টর?

এরাজ্যের মতোই বাঙালিদের রাজ্য ত্রিপুরা। সেই রাজ্যে ভোটের লড়াইয়ে তৃণমূল। সেই রাজ্যের উন্নয়নের মডেল হিসেবে বাংলার উদাহারণই তুলে ধরেছে তৃণমূল। নেতৃত্বের দাবি, ত্রিপুরার মাটিতে গত দু’বছর ধরে তাঁরা যে পরিশ্রম তাঁরা করেছেন, এবার তার ফল পাবেন। সবকিছু ভেবেই ইস্তাহারও প্রকাশ করেছে তৃণমূল।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Feb 2023,
  • अपडेटेड 11:31 AM IST
  • এরাজ্যের মতোই বাঙালিদের রাজ্য ত্রিপুরা।
  • সেই রাজ্যে ভোটের লড়াইয়ে তৃণমূল।

এরাজ্যের মতোই বাঙালিদের রাজ্য ত্রিপুরা। সেই রাজ্যে ভোটের লড়াইয়ে তৃণমূল। সেই রাজ্যের উন্নয়নের মডেল হিসেবে বাংলার উদাহারণই তুলে ধরেছে তৃণমূল। নেতৃত্বের দাবি, ত্রিপুরার মাটিতে গত দু’বছর ধরে তাঁরা যে পরিশ্রম তাঁরা করেছেন, এবার তার ফল পাবেন। সবকিছু ভেবেই ইস্তাহারও প্রকাশ করেছে তৃণমূল। ১০,২২৩ জন শিক্ষকের চাকরি চলে গিয়েছে ত্রিপুরায়, তৃণমূল ক্ষমতায় এলে সেই শিক্ষকদের কথাও ভাবা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার, এক দফাতেই হবে ত্রিপুরা বিধানসভার ভোট। ফলাফল ঘোষণা হবে ২ মার্চ।

মোট ৬০ আসনের বিধানসভায় ২৮টিতে প্রার্থী দিয়ে ত্রিপুরায় লড়তে নেমেছে তৃণমূল কংগ্রেস। গত পুরভোটে আগরতলায় প্রায় ২০% ভোট পাওয়া দলের এ বারের হাল দেখে বিভিন্ন মহল থেকে কটাক্ষ আসছে, বাংলার শাসক দল গোয়া, মণিপুরের মতো ত্রিপুরাতেও ভোট কাটতে এসেছে!

Abhishek Banerjee: 'বাংলায় বিজেপি জিতলে এখানে পেট্রোলের দাম ২০০ টাকা হয়ে যেত',ত্রিপুরায় তোপ অভিষেকের

তৃণমূল নেতৃত্ব অবশ্য বলছেন, হার-জিতের প্রশ্নই শেষ কথা নয়। বাংলার বাইরে দলকে সম্প্রসারিত করার দীর্ঘমেয়াদি লক্ষ্যের অঙ্গ হল এই নির্বাচনে অংশগ্রহণ। অভিষেক যেমন দীর্ঘমেয়াদি লড়াইয়ের কথা বলছেন, তার পাশাপাশি কাছের অঙ্কও মাথায় আছে তৃণমূল নেতৃত্বের। পরের পর নির্বাচনে শান্তিতে ভোট দিতে না পারা এবং হিংসাত্মক রাজনীতি, বিরোধীদের উপরে লাগাতার হামলা, অভিযোগে জনমানসে অসন্তোষ আছে। ভোটে ত্রিশঙ্কু বিধানসভা তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। 

অন্যদিকে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মানিক সাহা দাবি করেছেন, বিজেপি শুধু জিতবে না। ত্রিপুরা বিরোধীশূন্য হবে সেই অপেক্ষায় রয়েছেন তাঁরা।

মানিকের এই কথার জবাব দিয়েছে সিপিএম-কংগ্রেস জোটও। ত্রিপুরার সিপিএম নেতা পবিত্র কর বলেন, ‘মানিকবাবু আতঙ্কে এসব কথা বলছেন। কারণ উনি নিজে জিতবেন কিনা সেটাই সন্দেহ। বিজেপির এখন চ্যালেঞ্জ সরকার রাখা নয়। মুখ্যমন্ত্রী যাতে হেরে না যান সেটা দেখা।’

Advertisement

Nusrat Jahan: শেষ দিনের প্রচারে ত্রিপুরায় তৃণমূল সাংসদ নুসরাত জাহান

মানিক সাহার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন কংগ্রেসের আশিস সাহা। আশিস আগে বিজেপিতে ছিলেন। এই কেন্দ্রের বিধায়ক হিসেবেই জিতেছিলেন ২০১৮ সালের ভোটে। তারপর সুদীপ রায় বর্মনের সঙ্গে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফেরেন আশিস। কিন্তু উপনির্বাচনে মানিকের কাছে হেরে গিয়েছিলেন। বিপ্লব দেবকে সরানোর পর মানিককে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। কিন্তু তিনি বিধায়ক ছিলেন না। তাই বরদোয়ালি থেকে তাঁকে জিতিয়ে আনে গেরুয়া শিবির।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার প্রচারে এসে বলেছেন, 'কমিউনিস্ট পার্টি বিজেপির সঙ্গে একা লড়ে জিততে পারবে না, তাই কংগ্রেসের সঙ্গে জোট। মথার সঙ্গে গুপ্ত জোট বেঁধেছে। মথাকে ভোট দেওয়া মানে বামেদের ভোট। কংগ্রেসকে ভোট দেওয়া মানে, বামেদের ভোট।' তিনি আরও বলেন,' বামেদের ভোট দেওয়া মানে ফের হিংসায় ডুববে ত্রিপুরা। আপনারা বলুন, ফের ত্রিপুরায় হিংসা চান? .....বিজেপিকে ভোট মানে মোদীজিকে ভোট, বিকাশকে ভোট, ত্রিপুরার উন্নয়নকে ভোট।' তবে একবারও তিনি তৃণমূলের নাম মুখে আনেন নি। যেকারণে বাম শিবিরের অভিযোগ, ভোট কেটে বিজেপিকে সুবিধে করে দিতেই তৃণমূল আঁতাত করেছে।

আরও পড়ুন-Amit Shanh:'কংগ্রেস-সিপিএম জোট বেঁধে ইলু ইলু করছে', ত্রিপুরায় বললেন অমিত শাহ

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement