Advertisement

India On Bangladeshi: সীমান্তে জনতার প্রতিরোধে ৩ বাংলাদেশির মৃত্যু, কেন্দ্র জানাল, 'ওরা গরু চোর'

নিহত বাংলাদেশি নাগরিকদের জন্য ন্যায়বিচার চেয়েছে বাংলাদেশ। তারা সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। স্বাভাবিকভাবেই অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমকারী তিন বাংলাদেশির মৃত্যুর নিন্দাও করেছে ইউনূস সরকার।

ত্রিপুরায় বাংলাদেশির মৃত্যুতে বিতর্ক।ত্রিপুরায় বাংলাদেশির মৃত্যুতে বিতর্ক।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Oct 2025,
  • अपडेटेड 9:19 PM IST
  • ত্রিপুরা সীমান্তে হত ৩ বাংলাদেশি।
  • ভারত সরকার জানাল, অবৈধ বাংলাদেশিরা গরু চোর।

ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে জোর বিতর্ক।  সে রাজ্যের এক গ্রামবাসীকে হত্যার অভিযোগ উঠেছে এই বাংলাদেশিদের বিরুদ্ধে। ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে ভারত সরকার। নয়াদিল্লির বক্তব্য, ওই বাংলাদেশিরা গরু চুরি করতে এসেছিল।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান,'আমরা জানতে পেরেছি যে ১৫ অক্টোবর ত্রিপুরায় একটি ঘটনা ঘটেছে। মারা গিয়েছে ৩ জন বাংলাদেশি পাচারকারী। এই তিন বাংলাদেশি নাগরিক আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে গরু চুরি করার চেষ্টা করেছিল। স্থানীয় বাসিন্দাদের উপর লোহার রড এবং ছুরি দিয়ে আক্রমণ করে। একজনের মৃত্যুও হয়। অন্যান্য গ্রামবাসীরা হামলাকারীদের প্রতিরোধ করেন'।

নিহত বাংলাদেশি নাগরিকদের জন্য ন্যায়বিচার চেয়েছে বাংলাদেশ। তারা সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। স্বাভাবিকভাবেই অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমকারী তিন বাংলাদেশির মৃত্যুর নিন্দাও করেছে ইউনূস সরকার। তারা আবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে।  কিন্তু বাংলাদেশের বক্তব্য উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি।

ভারতের বিদেশ মন্ত্রক সাফ জানিয়েছে, ঘটনাটি ভারতীয় সীমান্তের তিন কিলোমিটার ভিতরে ঘটেছে। বাংলাদেশি নাগরিকরা বিদ্যাবিল গ্রাম থেকে গরু চুরি করার চেষ্টা করেছিল। স্থানীয়রা প্রতিরোধ করলে তারা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। স্থানীয়রা আত্মরক্ষা করেছে। 

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই বাংলাদেশি নাগরিক মারা গিয়েছিলেন। আর একজন গুরুতর আহত ছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন মৃত্যু হয়। তিনজনেরই দেহ বাংলাদেশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

Read more!
Advertisement
Advertisement