Advertisement

Bangladeshi Trawlers: ভারতীয় জলভাগে আটক ২ বাংলাদেশি ট্রলার, ধৃত ৭৮ মৎস্যজীবী

ভারতীয় জলভাগে বেআইনি ভাবে মাছ ধরার অভিযোগে ২টি বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। আটক করা হয়েছে মোট ৭৮ জন মৎস্যজীবীকে। আটক ২টি বাংলাদেশি ট্রলারকে পারাদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। 

আটক মোট ৭৮ জন মৎস্যজীবী।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 Dec 2024,
  • अपडेटेड 1:55 PM IST
  • ২টি বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।
  • আটক করা হয়েছে মোট ৭৮ জন মৎস্যজীবীকে।
  • আটক ২টি বাংলাদেশি ট্রলারকে পারাদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। 

ভারতীয় জলভাগে বেআইনি ভাবে মাছ ধরার অভিযোগে ২টি বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। আটক করা হয়েছে মোট ৭৮ জন মৎস্যজীবীকে। আটক ২টি বাংলাদেশি ট্রলারকে পারাদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, আটক ২টি বাংলাদেশি ট্রলারের নাম এফ লায়লা-২ ও এফভি মেঘনা-৫। ভারতীয় জলভাগে বেআইনি ভাবে মাছ ধরার অভিযোগে আটক করা হয়েছে। এফভি লায়লা-২-তে  ৪১ জন ছিলেন। এফভি মেঘনাতে ছিলেন ৩৭ জন। 

অন্য দিকে, হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের গ্রেফতারির পর থেকেই নতুন করে অশান্ত ওপার বাংলা।বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়নের ঘটনা প্রথম থেকেই কার্যত অস্বীকার করে আসছিল ইউনূস সরকার। মঙ্গলবার উল্টো সুর শোনা গেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। হিন্দুদের উপর যে আক্রমণ হয়েছে, তা একপ্রকার মেনে নিল ইউনূসের সরকার। ওপার বাংলায় হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং হিংসার ঘটনায় মোট ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার এক তথ্য প্রকাশ করে জানাল ইউনূস সরকার। ওই তথ্যে উল্লেখ করা হয়েছে যে, ৫ অগাস্ট থেকে ২২ অক্টোবরের মধ্যে সে দেশ হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় ওই ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন থানায় ৮৮টি মামলা রুজু করা হয়। সেই মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, সোমবার ভারত ও বাংলাদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্রী বাংলাদশে হিন্দুদের উপর নির্যাতন নিয়ে উদ্বেগের কথা জানান। সে দেশে সংখ্যালঘু সম্প্রদায়কে যাতে নিরাপত্তা দেওয়া হয়, সে কথাও জানান বলে খবর। তার পরের দিনই বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতারির খবর প্রকাশ করল ইউনূস সরকার।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement