বিহারের লক্ষীসরাইয়ে একটি অদ্ভুত ঘটনা প্রকাশ্যে এসেছে। এক মহিলার মৃত্যুর পরে তাঁর শেষকৃত্য নিয়ে দুই ছেলের মধ্যে ধুন্ধুমার বেঁধেছে। ঘটনাটি ঘটেছে চানান থানা এলাকায়। যে মহিলার মৃত্যু হয়েছে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রথম ছেলে মুসলিম আর ছোট ছেলে ও মেয়ে হিন্দু। মহিলাটি আগে মুসলিম ছিলেন। পরে একজন হিন্দুকে বিয়ে করেন। নাম হয় রেখা দেবী। তাঁর মুসলিম বড় ছেলে তার থেকে আলাদা থাকতেন। শেষকৃত্য কারা করবে তা নিয়ে দুই ছেলের মধ্যে ঝামেলা দেখে প্রতিবেশীরা পুলিশ ডাকে। ঘটনাস্থলে আসেন এএসপি ইমরান মাসুদ। তিনি বিষয়টির মিমাংসা করেন।
জানা গেছে, জানকিডিহ গ্রামের বাসিন্দা রাজেন্দ্র ঝা ৪৫ বছর আগে এক মুসলিম মহিলা রাইকা খাতুনের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন। কিন্তু তাঁর মৃত্যুর হিন্দুও মুসলিম দুই ছেলেই শেষকৃত্যের দায়িত্ব নিতে চান। দুজনেরই দাবি ছিল, তাঁদের ধর্মীয় মত মেনেই শেষকৃত্য হবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে এএসপি ইমরান মাসুদ দুই ছেলেকেই বোঝান।
এসপি বলেন, 'আমরা খবর পেয়েছি যে ৮০-৯০ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে। তাদের দুটি ছেলে রয়েছে এবং উভয়েই ভিন্ন ধর্মের অনুসারী। একজন মুসলিম ধর্মকে অনুসরণ করে এবং অন্যজন হিন্দু ধর্মকে অনুসরণ করে। মহিলাটি দুবার বিয়ে করেছিলেন, তার প্রথম স্বামী ছিলেন মুসলমান এবং দ্বিতীয় স্বামী ছিলেন হিন্দু।
মহিলাও মুসলিম ছিলেন কিন্তু ৪০ বছর আগে তিনি তার নাম পরিবর্তন করে গ্রামে রেখা দেবী নামে পরিচিত ছিলেন। গ্রামের লোকজন তার সাথে হিন্দু ধর্মানুযায়ী আচরণ করেন। মৃত্যুর পর কিভাবে মায়ের শেষকৃত্য করা হবে তা নিয়ে দুই ছেলের মধ্যে বিবাদ লাগে। তবে শেষমেশ মহিলার মৃতদেহ তার ছোট ছেলে বাবলু ঝাঁকেই দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 'সেক্স অন বিচ' এবং... ২০২২-এ Google-এ সবচেয়ে বেশি যা যা সার্চ করল ভারতবাসী