শিবসেনা (উদ্ধবপন্থী) প্রধান এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন। তাঁর মতে, 'যাঁরা ম্যাচ দেখেছেন, তাঁরা দেশদ্রোহী।' তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে চর্চায় বিষয় হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতেও শোরগোল পড়ে গিয়েছে।
পহেলগাঁও হামলার ঘটনার পর থেকেই পাকিস্তানের প্রতি সুর সপ্তমে রেখেছে ভারত। এর মাঝে ভারত এবং পাকিস্তানের মধ্যে এশিয়া কাপে একের পর এক ম্যাচ বিতর্কের জন্ম দেয়। এই বিষয়টিকেই হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করে বিরোধী শিবির। শিবসেনা (উদ্ধবপন্থী) লাগাতার এর বিরোধিতা করতে থাকে। কবে কেন্দ্র নিয়মের অজুহাত দিয়ে টুর্নামেন্টে কোনওভাবেই হস্তক্ষেপ করতে অস্বীকার করে দেয়।
কী বক্তব্য উদ্ধবের?
এবার মুম্বইয়ে একটি সাংবাদিক সম্মেলনে উদ্ধব ঠাকরে বলেন, 'একজন দেশভক্ত হিসেবে এশিয়ার কাপের ফাইনাল ম্যাচ আমি দেখিনি। যাঁরা ওই ম্যাচ দেখেছেন, তাঁরা দেশদ্রোহী। দেশভক্তি খেলা দেখার মধ্যে সীমিত থাকতে পারে না। দেশের বিষয়গুলি নিয়ে সরব হওয়া এবং সঠিক সময়ে সক্রিয় থাকা আসল দেশভক্তি।'
সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপের শুরু থেকেই তুঙ্গে ছিল বিতর্ক। ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটার, রাজনৈতিক নেতা, আমনতা ক্রিকেটপ্রেমীরা। ভারতীয়রা পাকিস্তানের বরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি তুলেছিলেন। তবে সপ্তাহ দুয়েক আগেও সোশ্যাল মিডিয়া জুড়ে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যে ক্ষোভটা তৈরি হয়েছিল সেটা কমে যায় ফাইনালের সময়।
শিয়া কাপের গ্রুপ থেকেই মাঠের বাইরে একাধিক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তানকে হারানোর পরে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটারেরা। পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে ভারত বিদ্বেষী অঙ্গভঙ্গির অভিযোগ উঠেছে। দুই দেশই ICC-র কাছে একে অপরের বিরুদ্ধে নালিশ জানায়। এরপর ফাইনাল শেষে এশিয়া কাপের ট্রফিটাই গ্রহণ করেনি পাকিস্তান।