Advertisement

ULLU, ALTT, DesiFlix সহ সব সফট পর্ন OTT নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বড় সিদ্ধান্ত নিল ভারত সরকার। ULLU, ALTT, DesiFlix সহ সব সফট পর্ন OTT নিষিদ্ধ করে দেওয়া হল। এই OTT প্ল্যাটফর্মগুলি সম্পর্কে বিস্তর অভিযোগ জমা পড়েছিল ইলেকট্রনিক এবং ইনফরমেশন মন্ত্রকে। নাবালক গ্রাহকদের কাছে সহজে যৌনগন্ধিসুলভ কনটেন্ট পৌঁছে দেওয়ার প্রবণতার কারণেই নিষিদ্ধ করা হল এগুলি।

সফট পর্ন সাইট নিষিদ্ধ সফট পর্ন সাইট নিষিদ্ধ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 25 Jul 2025,
  • अपडेटेड 1:33 PM IST
  • ULLU, ALTT, DesiFlix-এর মতো OTT নিষিদ্ধ করল কেন্দ্র
  • সফট পর্ন কনটেন্ট দেখানোর অভিযোগ
  • তালিকায় আর কোন কোন OTT?

একাধিক সফট পর্ন সাইট নিষিদ্ধ করল ভারত সরকার। এই তালিকায় রয়েছে ULLU, ALTT, DesiFlix, Big Shots, Boomex, Gulab App, Bull App, Jalva App, Wow Entertainment, ShowX, Adda TV সহ অন্যান্য। অভিযোগ, এই ধরনের সাইটগুলিতে আপত্তিকর এবং যৌনগন্ধিসুলভ কনটেন্ট দেখানো হচ্ছে, যা দর্শকদের মধ্যে খারাপ প্রভাব ফেলছে। 

সূত্রের খবর, এই ধরনের অ্যাপ এবং ওয়েবসাইটগুলিতে যে সমস্ত সফট পর্ন কনটেন্ট দেখানো হচ্ছে তা ভারতের IT নিয়ম এবং অবসিনিটি আইনের আওতায় পড়ছে। সূত্রের খবর, এমন মোট ২৫টি OTT প্ল্যাটফর্ম সরকার চিহ্নিত করেছে যেখানে আপত্তিকর এবং অশালীন কনটেন্ট দেখানোর অভিযোগ উঠেছে।

ইলেকট্রনিক এবং ইনফরমেশন টেকনলজি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, উল্লু সহ একাধিক অ্যাপের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। 'ইরটিক ওয়েব সিরিজ' দেখানোর অভিযোগ উঠছিল এই সাইটগুলির বিরুদ্ধে। এই প্ল্যাটফর্মগুলি তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ধারা ৬৭ ও ৬৭এ, ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ধারা ২৯৪, এবং নারীদের অশালীনভাবে উপস্থাপনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইন ১৯৮৬-এর ধারা ৪-এর লঙ্ঘন করেছিল বলে অভিযোগ। পর্নোগ্রাফিক বিষয়বস্তু সহজে নাবালকদের কাছে পৌঁছে দেওয়ার প্রবণতা চলছে বলেই এই নিষেধাজ্ঞা বলে জানা গিয়েছে। ডিজিটাল কনটেন্ট কোনওমতেই যেন যৌনগন্ধিসুলভ না হয় এবং শালীনতার মাত্রা ছাড়িয়ে না যায়, তা নিশ্চিত করতেই কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। 


এর আগে গত মার্চ মাসে কেন্দ্রের তরফে এমনই আরও ১৮টি OTT প্ল্যাটফর্মের ১৯টি ওয়েবসাইট, ১০টটি অ্যাপ এবং ৫৭টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। সেই তালিকায় ছিল, Dreams Films, Neon X VIP, MoodX, Besharams, Voovi, Mojflix, Yessma, Hunters, Hot Shots VIP, Fugi, Uncut Adda, Rabbit, Tri Flicks, Xtramood, Chikooflix, X Prime, Nuefliks এবং Prime Play


 

Read more!
Advertisement
Advertisement