শুধু মেয়েরা নয়, এবার থেকে বেকার ছেলেরাও প্রতি মাসে পাবেন ৬ থেকে ১২ হাজার টাকা। ঘোষণা নিয়ে খুশি রাজ্যের বেকাররা। এই প্রকল্পে টুয়েলভ পাশ ছেলেদের মাসে ৬ হাজার, ডিপ্লোমা করা ছেলেদের ৮ হাজার টাকা ও স্নাতক পাশদের দেওয়া হবে ১২ হাজার টাকা।
মহারাষ্ট্র সরকারের তরফে এই ঘোষণা করা হয়। সেই রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেই রাজ্যে 'লাডলি বেহন যোজনা' চালু রয়েছে। তারই আদলে মহারাষ্ট্র সরকার 'লাডলা ভাই' প্রকল্প চালু করল। সম্প্রতি শিবসেনা (UBT) প্রধান উদ্ধব ঠাকরে বেকার যুবকদের বিষয়টি উত্থাপন করেছিলেন। আর তারপরই সরকার 'লাডলা ভাই' ঘোষণা করল।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান, তাঁর সরকারের দৃষ্টিতে ছেলে এবং মেয়েদের মধ্যে কোনও পার্থক্য নেই। এই প্রকল্পটি বেকারত্বের সমাধান করবে। লাডলা ভাই স্কিমে যুবকরা কারখানায় কাজ করার সুযোগ পাবে। শিক্ষানবিশ হিসেবে তারা কাজ করতে পারবে।
এর আগে ২৭ জুন মহারাষ্ট্র সরকার 'লাডলি বেহন' স্কিম চালু করেছিল। তখন জানানো হয়েছিল, মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হবে। ২১ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই ভাতা পাবেন। মহারাষ্ট্রের ডেপুটি সিএম এবং অর্থমন্ত্রী অজিত পাওয়ার বিধানসভায় রাজ্যের ২০২৪-২৫-এ বাজেট পেশের সময় জানিয়েছিলেন, জুলাই মাস থেকে লাডলি বেহন প্রকল্প চালু হবে। সুতরাং এই মাস থেকেই তা চালু হতে পারে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে বলেন, মেয়েদের সঙ্গে ছেলেদের কথাও সরকারের ভাবা দরকার। আগামী বিধানসভা ভোটে শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে বেকার যুবকদের ইস্যুকে হাতিয়ার করবেন তেমন ইঙ্গিতও মিলেছিল।
উদ্ধব বলেছিলেন, 'আমাদের মেয়েরা ভাতা পাচ্ছে। আমার রাজ্যের মেয়ে, বোনরা টাকা পাচ্ছে। তাদের সুবিধে হচ্ছে। একইভাবে সরকারের ছেলেদের কথাও সমানভাবে ভাবা উচিত। রাজ্যে আজ বহু যুবক বেকার। তাঁদের কাজ নেই। অভাব তাঁদের নিত্যসঙ্গী। রাজ্যের উন্নয়ন ও কর্মসংস্থানের কোনও পরিকল্পনা নেই।'