বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, শুধু একটাই ইন্ডাস্ট্রি! ইন্ডাস্ট্রি ভুলে যান। পরিযায়ী শ্রমিকদের ট্রেনে আনতে একটা টাকা দেয়নি। চাষীদের টাকা মকুব করা হচ্ছে। কোটিপতিদের টাকা মকুব করা হচ্ছে
"এবারের বাজেট ভোটের আগে জুমলাবাজি ছাড়া আর কিছুই না। এখানে কোনও দিশা নেই। শুধমাত্র ভোটের দিকে তাকিকে মানুষকে ভিভ্রান্ত করার জন্যই এই বাজেট। রাজ্যেও যেমন মানুষকে ভাওতা দিয়ে চলছে তৃণমূল সরকার, তেমনই কেন্দ্রীয় সরকারও ভাওতা দিয়ে চালাচ্ছে।" রাস্তা, রেল প্রকল্প নিয়ে মন্তব্য অশোক ভট্টাচার্যের
নির্মলা বলেন
নির্মলা বলেন
নির্মলা এদিন বলেন, সব স্তরের কর্মীরা ন্যূনতম মজুরি পাবেন। এই সুবিধা পাবেন মহিলারাও। চাইলে নাইট শিফটেও তারা কাজ করতে পারবেন। তবে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
৭৫ বছরের বেশি বয়স্ক মানুষদের জন্য আয়কর ছাড়, ঘোষণা নির্মলার। এদিন বাজেট পেশের সময়ে তিনি বলেন, করদাতাদের উপর চাপ কমাতে হবে
নির্মলার ঘোষণা
নির্মলা বলেন
নির্মলার ঘোষণা
অর্থমন্ত্রীর ঘোষণা
ব্যাঙ্কিং সেক্টরে বড় ঘোষণা
নির্মলার ঘোষণা
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, উজ্জ্বলা প্রকল্পের আওতায় আরও ১ কোটি মানুষকে নিয়ে আসা হবে। এখন ৮কোটি মানুষ এর সুবিধা পান। জম্মু ও কাশ্মীরে গ্যাস পাইপলাইন প্রকল্পও শুরু করা হবে।
বিদ্যুৎ খাতে বড় ঘোষণা নির্মলার
বড় ঘোষণা নির্মলার
নির্মলা বলেন
অর্থমন্ত্রী বলেন, রফতানির জন্য দেশে ৩ বছরের মধ্যে ৭ টি টেক্সটাইল পার্ক তৈরি করা হবে। ডেভলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউট স্থাপনের ঘোষণা।
স্বাস্থ্যখাতে বিরাট ঘোষণা নির্মলার
নির্মলা বলেন, গ্রামে ১৭হাজার স্বাস্থ্য প্রতিষ্ঠান পুনরজ্জীবিত করা হবে। পুষ্টির প্রকল্পগুলিতে একত্র করে ১১২টি জেলায় ছড়িয়ে দেওয়া হবে। ১৭টি নতুন পিএইচইউ তৈরি হবে। স্বচ্ছ ভারতে ১ লাখ ৪১ হাজার কোটি টাকা। পরিবেশ শুদ্ধকরণে ২ হাজার কোটি টাকা।
নির্মলা সীতারামন বলেন, স্বাস্থ্যখাতে ৫৪হাজার কোটি টাকা। ৬ বছরে এই টাকা খরচ হবে। নজর রাখা হবে জাতীয় স্বাস্থ্য কেন্দ্রীয়গুলিতে। ৬০২টি জেলা উপকৃত হবে। সমস্ত জেলায় হবে স্বাস্থ্য ল্যাবরেটরি
নির্মলা সীতারামন বলেন, দেশের করোনা পরিস্থিতি উল্লেখযোগ্য ভাবে কমেছে, দেওয়া হয়েছে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন। এবারের বাজেট ডিজিটাল বাজেট। দেশের জিডিপি পরপর দু'বার মাইনাসে চলে গেছে, তবে বিশ্ব অর্থনীতি মন্দার জেরে এটি ঘটেছে। ২০২১ সালটি একটি ঐতিহাসিক বছর হতে চলেছে, যার দিকে গোটা দেশের নজর রয়েছে। এই কঠিন সময়ে, মোদী সরকারের ফোকাস কৃষকদের আয় দ্বিগুণ করার, উন্নয়নের গতি বাড়ানো এবং সাধারণ মানুষকে সাহায্য করা।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন,করোনা সঙ্কটের মধ্যেও আনা হয়েছে আত্মনির্ভর ভারতের প্যাকেজ। এর ফলে দেশের অর্থব্যবস্থা দ্রুত গতিতে এগিয়ে যায়। আত্মনির্ভর ভারতের প্যাকেজে ২৭.১ লাখ কোটি টাকা ছিল। এটি ৫টা মিনি বাজেটের সমতুল্য।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে সাধারণ বাজেট পেশ করছেন। বিরোধী দলের সাংসদদের তরফে স্লোগান দেওয়া হচ্ছে। নির্মলা সীতারামন বলেন, যে গত বছর দেশের জন্য খুব কঠিন পরিস্থিত ছিল। করোনার সময়কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দরিদ্রদের জন্য গ্যাস এবং রেশন ব্যবস্থা করেছেন।
সংসদে বাজেট পেশ শুরু করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকে সাধারণ বাজেট অনুমোদিত হয়েছে। নির্মলা সীতারামন এখন কিছু সময়ের মধ্যেই সংসদে বাজেট পেশ করবেন।
কংগ্রেস সাংসদ গুরজিৎ ঔজলা কালো পোশাক পরে সংসদে এসেছেন। কৃষি বিল নিয়ে বিরোধের জন্য এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে।
২০২১-২২ অর্থবর্ষের বাজেটে মিলল কেন্দ্রীয় ক্যাবিনেটের মঞ্জুরি। প্রধানমন্ত্রীর পৌরহিত্যে এই বৈঠক কিছুক্ষণ আগেই শেষ হয়।
সংসদ ভবনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও অর্থ দফতরের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর
রাষ্ট্রপতি ভবনে যাওয়ার আগে
অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন এবং অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর অর্থ দফতর থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ অর্থমন্ত্রী মেড ইন ইন্ডিয়া ট্যাবের মাধ্যমে বাজেটে উপস্থাপন করবেন। বাজেটের কপি অনলাইনে পাওয়া যাবে
কিছু সময়ের মধ্যেই পেশ হতে চলেছে সাধারণ বাজেট। ইতিমধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর অর্থ দফতরে পৌঁছে গিয়েছেন।
এটাই প্রথম কোনও বাজেট যেখানে কাগজ থাকবে না। বাজেটের প্রত্যেকটি ডকুমেন্ট অনলাইনে মিলবে। করোনা ভাইরাস পরিস্থিতির জেরেই এই পদক্ষেপ।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর অর্থ দফতরে পৌঁছেছেন। এখানে আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে। এর পরে মন্ত্রিসভার বৈঠক হবে।
ইতিমধ্যেই নর্থ ব্লকে পৌঁছলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসবেন মন্ত্রকের আধিকারীকদের সঙ্গে।
২০২১-২২ অর্থবর্ষের জন্য বাজেট পেশের ঠিক আগেই ভারতীয় অর্থ ব্যবস্থার জন্য এল সুখবর। গতবারের তুলনায় রবিবার রাত পর্যন্ত প্রায় ৮ শতাংশ বেশি GST সংগ্রহ হয়েছে এবার। গতকাল সন্ধে ৬টা পর্যান্ত সেই আয়ের পরিমাণ দাঁড়ায় ১,১৯,৮৪৭ লক্ষ কোটি টাকা।
২০২০-২১ অর্থবর্ষে স্বাস্থ্য খাতে জোর দিয়েছিল নরেন্দ্রে মোদী সরকার। সেখানে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের জন্য ৬৭, ১১২ কোটি টাকার বাজেট ধার্য করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। করোনা পরিস্থিতিতে এবং ভ্যাকসিনের কাজ চালু হওয়ার পর, এবারের বাজেটে ধার্যের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এবারের বাজেটে একাধিক PSU-কে বেসরকারিকরণের ইঙ্গিত কেন্দ্রীয় ক্যাবিনেটের পক্ষ থেকে
২০২০ সালে অনেক কিছু দেশের উপর দিয়ে হয়েছে। করোনা, লকডাউন, চিন সমস্যা, অ্যাপ বন্ধ, অর্থনীতিতে ধাক্কা, কৃষি আন্দোলন। ফলে স্বাভাবিক ভাবে চাপ বাড়ছে কেন্দ্রের উপরে। এই অবস্থার মোকাবিলা পথে ঠিক কোন পথে সুরাহা বের হয়, সেই দিকে নজর রয়েছে সকলের।
আজ ২০২১-২০২২ সালের আর্থিক বছরের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বেলা ১১টা নাগাদ তিনি বাজেট পেশ করবেন। এই বছরের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে করোনা ও লকডাউনের জেরে গত বছর ধাক্কা খেয়েছে ভারতীয় অর্থনীতি। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ঠিক কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সেই দিকটি স্পষ্ট হবে এই বাজেটে।