Budget 2024 Live Updates: নতুন কর ব্যবস্থায় ৩ লাখ টাকা আয়ে করছাড়, ১৫ লাখের উপর উপার্জনে দিতে হবে ২০ শতাংশ কর

Aajtak Bangla | কলকাতা | 23 Jul 2024, 12:33 PM IST

Union Budget 2024 live updates: আজ, মঙ্গলবার বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেট নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা চলছে। ওয়াকিবহাল মহল বলছে অনেকে বলছেন, লোকসভা নির্বাচনে গ্রামীণ এলাকায় বড় ধাক্কা খেয়েছে বিজেপি। এসব এলাকায় বিজেপির আসন কমেছে। এমন পরিস্থিতিতে এই বাজেটে গ্রামীণ ও কৃষি খাতে বিশেষ নজর দেওয়া হতে পারে।

nirmala sitharaman

Budget 2024 Nirmala Sitharaman Speech Today: আজ, মঙ্গলবার বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেট নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা চলছে। ওয়াকিবহাল মহল বলছে অনেকে বলছেন, লোকসভা নির্বাচনে গ্রামীণ এলাকায় বড় ধাক্কা খেয়েছে বিজেপি। এসব এলাকায় বিজেপির আসন কমেছে। এমন পরিস্থিতিতে এই বাজেটে গ্রামীণ ও কৃষি খাতে বিশেষ নজর দেওয়া হতে পারে।

ফলে পরিকাঠামো এবং কৃষিতে ফোকাস করা হতে পারে। বাজেটে সরকারের মূলধন ব্যয়ের ওপরেও মনোযোগ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাজেট অধিবেশনের আগে ভাষণে প্রধানমন্ত্রী কিছু ইঙ্গিতও দিয়েছেন। যার থেকে আন্দাজ করা হচ্ছে, বাজেট ২০২৪-এর মূল লক্ষ্য হবে ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলা। ভারতকে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার ব্লুপ্রিন্টও তৈরি হবে এই বাজেটে। 

মধ্যবিত্তের দিকেও বাড়তি ফোকাস হতে পারে। প্রধানমন্ত্রী মোদী ৭ জুন তাঁর ভাষণে বলেছিলেন যে মধ্যবিত্তরাই দেশের উন্নয়নের চালক। তাঁদের মঙ্গল এবং সুবিধা আমাদের অগ্রাধিকার। অন্যদিকে বাজেটে মধ্যবিত্তদের আয়করের ক্ষেত্রে কিছুটা ছাড়(Income Tax Slab) দেওয়া হতে পারে।  

12:37 PM (10 months ago)

নতুন কর ব্যবস্থায় ৩ লাখ টাকা আয়ে করছাড়

Posted by :- Soumen Karmakar


৩ লাখ টাকা বার্ষিক আয়ে কোনও কর লাগবে না। ৩ থেকে ৭ লাখ টাকা আয়ে ৫ শতাংশ, ৭ থেকে ১০ লাখ টাকা আয়ে ১০ শতাংশ, ১০ থেকে ১২ লাখ টাকা আয়ে ১৫ শতাংশ, ১২ থেকে ১৫ লাখ টাকা আয়ে ২০ শতাংশ এবং তার উপর আয়ে ৩০ শতাংশ ট্যাক্স দিতে হবে। 

12:28 PM (10 months ago)

নতুন কর কাঠামোয় বার্ষিক ৩ লাখ টাকা আয়ে কোনও ট্যাক্স লাগবে না

Posted by :- Soumen Karmakar

নতুন কর কাঠামোয় বার্ষিক ৩ লাখ টাকা আয়ে কোনও ট্যাক্স লাগবে না, জানালেন নির্মলা 

12:26 PM (10 months ago)

পারিবারিক পেনশনে স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে ২৫ হাজার

Posted by :- Soumen Karmakar

পারিবারিক পেনশনে স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে ২৫ হাজার। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 
 

12:25 PM (10 months ago)

দাম বাড়বে প্লাস্টিক ও তামার

Posted by :- Soumen Karmakar


সরকার আমদানি শুল্ক বাড়াবে। সেই কারণে বাড়তে পারে পিভিসি এবং প্লাস্টিকজাত দ্রব্যের। একইসঙ্গে তামার দামও বাড়তে পারে। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 

12:17 PM (10 months ago)

দাম কমছে সোনা-রূপো, মোবাইলের

Posted by :- Soumen Karmakar

দাম কমছে  সোনা-রূপো, মোবাইলের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান,  সরকার শুল্ক কমিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সোনা-রূপো এবং মোবাইল ফোনের। দাম কমছে সৌর বিদ্যুতেরও। ক্যানসারের তিনটি জীবনদায়ী ওষুধের দামও কমবে। 
 

12:15 PM (10 months ago)

ইনকাম ট্যাক্স সরলিকরণের পক্ষে সরকার

Posted by :- Soumen Karmakar

ইনকাম ট্যাক্স নিয়ম যাতে সরল হয় সেদিকে নজর দেবে সরকার। সেই মোতাবেক সরকার কাজ করে আসছে। 

12:08 PM (10 months ago)

জিএসটি প্রক্রিয়া আরও সহজ করার দিকে সরকার এগোবে

Posted by :- Soumen Karmakar


সাধারণ মানুষের উপর ট্য়াক্সের বোঝা কমেছে। জিএসটি প্রক্রিয়া আরও সহজ করার দিকে সরকার এগোবে। এতে ঘরোয়া উৎপাদন বাড়বে। কাস্টম ডিউটিতে ছাড় আরও বাড়ানো হবে। 

11:59 AM (10 months ago)

সরকার শ্রমিকদের রোজগারের ব্যাপারটি নিশ্চিত করবে

Posted by :- Soumen Karmakar

সরকার শ্রমিকদের রোজগারের ব্যাপারটি নিশ্চিত করবে। সেজন্য পোর্টাল খুলবে। সরকার চেষ্টা করবে পোর্টালের মাধ্যমে চাকরি দেওয়ার। শ্রম ও সমাধান পোর্টালকে নতুনভাবে তৈরি করা হবে।

11:54 AM (10 months ago)

বিহারের পর্যটনে জোর

Posted by :- Soumen Karmakar

বিহার গুরুত্বপূর্ণ একটা পর্যটন কেন্দ্র। বিহারকে বিশ্বমানের পর্যটনস্থল বানানো হবে। সেইভাবেই কাজ চলছে। রাজগিরের উন্নয়ন করা হবে। সরকার একে পর্যটনস্থল বানাবে। ওড়িশার পর্যটনেও সরকার সাহায্য করবে। সেই রাজ্যের বিকাশে সরকার সচেষ্ট।  

11:52 AM (10 months ago)

অসম-সিকিম-হিমাচলকে সাহায্যের ঘোষণা

Posted by :- Soumen Karmakar

অসমের বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করবে কেন্দ্র। কীভাবে বন্যা নিয়ন্ত্রণ করা যায় সেদিকে নদজর দেওয়া হচ্ছে। হিমালচ প্রদেশেও প্রাকৃতিক দুর্যোগ চলছে। উত্তরাখণ্ডও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। সিকিমকেও সাহায্য করা হবে। 
 

11:50 AM (10 months ago)

ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে, উপকৃত হবেন ১ কোটি যুবক-যুবতী

Posted by :- Soumen Karmakar


বিভিন্ন ক্ষেত্রের চাকরিতে আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক-যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন। এতে তাঁরা উপকৃত হবেন। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

11:48 AM (10 months ago)

মহিলারা সম্পত্তি কিনলে স্ট্যাম্প ডিউটি কমিয়ে দেওয়া হবে

Posted by :- Soumen Karmakar


মহিলারা সম্পত্তি কিনলে স্ট্যাম্প ডিউটি কমিয়ে দেওয়া হবে, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মহিলাদের উন্নতির পদক্ষেপ হিসেবে এই কাজ করা হবে। 

11:44 AM (10 months ago)

পিএম বিদ্যুৎ যোজনায় ১ কোটি ঘরকে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে

Posted by :- Soumen Karmakar

স্ট্যাম্প ডিউটি এখন বেশি লাগে। সবাই যাতে স্ট্যাম্প ডিউটি পায় তার দিকে খেয়াল রাখা হবে। এটা কেন্দ্রকে রোজগার যাতে বাড়ে সেদিকে নজর দেওয়া হবে। পিএম বিদ্যুৎ যোজনার কথা উল্লেখ করা হয়েছিল। ১ কোটি ঘরকে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। আমরা আবেদন পেয়েছি অনেক। 

11:42 AM (10 months ago)

পিএম আবাস যোজনাতে শহরের গৃহ তৈরি করা হবে

Posted by :- Madhurma Dev

অর্থমন্ত্রী বলেন, "শহরগুলিকে উন্নতির জন্য সরকার একটি নীতি গ্রহণ করবে। ১৪টি বড় শহরের জন্য যাদের জনসংখ্যা ৩০ লক্ষের বেশি তাদের জন্য পিএম আবাস যোজনাতে শহরের গৃহ তৈরি করা হবে। এর জন্য ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।"

11:40 AM (10 months ago)

শহরগুলোর উন্নতি করা হবে

Posted by :- Soumen Karmakar

শহরের বিকাশ করা হবে। সব সরকার এই কাজ করবে। এতে ছোটো ছোটো শহরের বিকাশও হবে। যে শহরগুলো থাকবে সেগুলোরও কাজ করা হবে। 

11:35 AM (10 months ago)

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও ৩ কোটি বাড়ি দেওয়া হবে : নির্মলা

Posted by :- Soumen Karmakar

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেশের কোটি কোটি মানুষ বাড়ি পেয়েছে। এই বাজেটে ঘোষণা করা হচ্ছে আরও ৩ কোটি বাড়ি দেওয়া হবে। 
 

11:32 AM (10 months ago)

কলকাতা বিজনেস করিডরের কথাও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী

Posted by :- Soumen Karmakar

পূর্বের রাজ্যগুলির উন্নতির জন্য বিশেষ স্কিমের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা। জানান, বিহার, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গের উন্নতিতে বিশেষ স্কিম। কলকাতা বিজনেস করিডরের কথাও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।

11:32 AM (10 months ago)

যে টার্ম লোন দিয়ে মেশিনারি কেনা হবে তার জন্য ক্রেডিট গ্যারান্টি থাকবে: অর্থমন্ত্রী

Posted by :- Madhurma Dev

অর্থমন্ত্রী বলেন, "MSME-র জন্য লোন বরাদ্দ হয়েছে। যে টার্ম লোন দিয়ে মেশিনারি কেনা হবে তার জন্য ক্রেডিট গ্যারান্টি থাকবে। MSME-দের মূল্যায়ন করে ঋণ দেবে। এতে MSME-রা উপকৃত হবেন। ব্যাঙ্ক ক্রেডিট MSME দের জন্য দেওয়া হয়েছিল তা এখনও দেওয়া হবে। সরকার এর গ্যারান্টার হবে। যারা ঠিক সময় শোধ করেছেন তাঁরা আরও বেশি লোন নেওয়ার সুবিধা পাবেন। তাদের জন্য ক্লাস্টার ও এক্সপোর্ট হাব তৈরি হবে। এর ফলে রপ্তানি বাড়বে। ইন্টার্নশিপ ৫০০টি বড় বড় কোম্পানিতে হয় সে জন্য প্রকল্প গ্রহণ করেছে। যারা প্রশিক্ষণ পাবেন তারা একবছর ধরে হাতে কলবে কাজ শিখতে পারবেন। তারা ৫ হাজার টাকা হাতে পাবেন। কোম্পানিরা CSR এর টাকা থেকে খরচ বহন করবে।"

11:31 AM (10 months ago)

বিহার পূর্ণিয়া সড়ক তৈরি হবে

Posted by :- Soumen Karmakar

বিহারের উন্নতিতে তৎপর সরকার। বিহার পূর্ণিয়া সড়ক তৈরি হবে। সরকার এই রাস্তা বানাবে। মহিলাদের দক্ষতা বাড়াতে ৩ লাখ কোটি টাকা বিনিয়োগ করবে সরকার। MSME তে যাতে ব্যবসা মার না খায় সেক্ষেত্রে সরকার খেয়াল রাখবে। 

11:28 AM (10 months ago)

"৩ কোটি গৃহনির্মাণ করা হচ্ছে"

Posted by :- Madhurma Dev

"৩ কোটি গৃহনির্মাণ করা হচ্ছে। মহিলাদের জন্য ৩ লক্ষ কোটি টাকা দক্ষতা বাড়াতে বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী জনজাতি উন্নতি অভিযান জনজাতির মানুষের জন্য নিয়ে আসা হচ্ছে এবং এএতে ৬৩ হাজার গ্রাম উপকৃত হবে।"
 

11:28 AM (10 months ago)

দেশের উন্নতিতে মহিলাদের ভূমিকা তাৎপর্যপূর্ণ

Posted by :- Soumen Karmakar

দেশের উন্নতিতে মহিলাদের ভূমিকা তাৎপর্যপূর্ণ। জনজাতি মহিলারা দেশের অগ্রগতিতে সাহায্য করে থাকেন। 

11:26 AM (10 months ago)

অন্ধ্রপ্রদেশের কৃষকদের আমরা সাহায্য করব

Posted by :- Soumen Karmakar


অন্ধ্রপ্রদেশের কৃষকদের আমরা সাহায্য করব। কৃষকদের আর্থিক সাহায্য করা হবে। চেন্নাই, বিশাখাপত্তনম, হায়দরাবাদ, ব্যাঙ্গালোরের জন্য বিনিয়োগ করা হবে। অন্ধরপ্রদেশকে বিশেষ প্যাকেট ৫০ হাজার কোটচি টাকার 

11:23 AM (10 months ago)

চাকরিজীবীদের জন্য বড় ঘোষণা

Posted by :- Soumen Karmakar

চাকরিজীবীদের জন্য বড় ঘোষণা নির্মলার। তিনি জানান, প্রধানমন্ত্রীর প্যাকেজে তিনটি স্কিম আনা হচ্ছে কর্মসংস্থানের জন্য। সেখানে দেওয়া হবে ইনসেনটিভ। ইপিএফও-র ওপর নজর দেওয়ার পাশাপাশি গুরুত্ব দেওয়া হবে তাঁদের জন্য যাঁরা প্রথম চাকরি করছেন। নতুন চাকরিতে যোগ দিলে সব কর্মীকে এক মাসের বেতন দেওয়া হবে। তিনটি ইন্সটলমেন্টে দেওয়া হবে ওই বেতন। বহু চাকরিজীবী এতে উপকৃত হবেন।
 

11:20 AM (10 months ago)

প্রথম যাঁরা কাজের ঢুকছেন তাঁদের প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন দেওয়া হবে

Posted by :- Soumen Karmakar

প্রথম যাঁরা কাজের ঢুকছেন তাঁদের প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন দেওয়া হবে। নির্মলা জানান, সরকার এডুকেশন লোন দেবে সেই সব ছেলেমেয়েদের যারা লেখাপড়া করতে চায়। ১০ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। 

11:19 AM (10 months ago)

কর্মসংস্থান এবং স্কিল সম্পর্কিত ৫টি প্রকল্পের জন্য ২ লক্ষ কোটি টাকার বাজেট

Posted by :- Madhurma Dev

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, 'ভারতের অর্থনীতির উন্নতি অব্যাহত রয়েছে। ভারতের মুদ্রাস্ফীতি স্থিতিশীল রয়েছে, লক্ষ্যমাত্রা ৪% এর দিকে এগিয়ে যাচ্ছে। দরিদ্র, যুবক, মহিলা, কৃষকের মতো গুরুত্বপূর্ণ অংশগুলিতে ফোকাস করার চেষ্টা করা হচ্ছে। ক্রমাগত ফোকাস দেওয়া হচ্ছে কর্মসংস্থান, দক্ষতা, MSME, মধ্যবিত্তের দিকে। কর্মসংস্থান এবং স্কিল সম্পর্কিত ৫টি প্রকল্পের জন্য ২ লক্ষ কোটি টাকার বাজেট রয়েছে।

11:13 AM (10 months ago)

রোজগার ও মানব সম্পদকে কীভাবে উন্নতি করা যাবে তার দিকে খেয়াল রাখা হবে : নির্মলা

Posted by :- Soumen Karmakar

আমাদের সরকার বিকশিত ভারতকে প্রাধান্য দেবে। রোজগার ও মানব সম্পদকে কীভাবে উন্নতি করা যাবে তার দিকে খেয়াল রাখা হবে। কৃষকদের সাহায্য করা হবে। আগামী ২ বছর কৃষকরা যাতে ফসলের ব্র্যান্ডিং করতে পারে তার উপর জোর দেওয়া হবে। তৈলবীজ উৎপাদনে জোর দেওয়া হবে। কৃষিতে  উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়া হবে। কৃষিক্ষেত্রে ডি়জিটাল সার্ভে করা হবে।  

11:13 AM (10 months ago)

কঠিন সময়ে ভারতীয় অর্থনীতি উজ্জ্বল হচ্ছে- নির্মলা সীতারমন

Posted by :- sumana

 অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মোদী  সরকারের তৃতীয় মেয়াদে বাজেট পেশ করছেন। তার বাজেট বক্তৃতা শুরু হয়েছে। তিনি বলেন, ভারতের জনগণ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন সরকারের প্রতি তাদের আস্থা প্রকাশ করেছে। ঐতিহাসিক তৃতীয় মেয়াদে তিনি পুনর্নির্বাচিত হয়েছেন। অর্থমন্ত্রী বলেন, কঠিন সময়েও ভারতের অর্থনীতি উজ্জ্বল।

11:10 AM (10 months ago)

বাজেটে ৯ টা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে : নির্মলা

Posted by :- Soumen Karmakar


বাজেটে ৯ টা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তারমধ্যে রয়েছে কর্মসংস্থান, শিক্ষা, শিল্পনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়। 

11:09 AM (10 months ago)

দেশবাসীকে ধন্যবাদ : নির্মলা

Posted by :- Soumen Karmakar

দেশবাসী নরেন্দ্র মোদীর উপর ফের ভরসা রেখেছেন। সেজন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞ এই সরকার। 

11:07 AM (10 months ago)

প্রধানমন্ত্রীর অন্নদাতা যোজনায় ৮০ কোটি মানুষকে উপকৃত করেছে: নির্মলা সীতারমন

Posted by :- Madhurma Dev

 এবারের বাজেট গরিব, মহিলা, যুব এবং কৃষকদের জন্য, বলে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বলেন, "প্রধানমন্ত্রীর অন্নদাতা যোজনায় ৮০ কোটি মানুষকে উপকৃত করেছে।"

11:04 AM (10 months ago)

বাজেট পেশ করতে শুরু করলেন নির্মলা সীতারামন

Posted by :- Soumen Karmakar

বাজেট পেশ করতে শুরু করলেন নির্মলা সীতারামন। তিনি জানান, সব ভারতীয়, বর্ণ নির্বিশেষে সবার যাতে কল্যাণ হয় তা বাজাটে খেয়াল রাথা হবে। 

11:03 AM (10 months ago)

মোদী ৩.০-র সাধারণ বাজেট, সংসদে বলছেন স্পিকার ওম বিড়লা

Posted by :- Soumen Karmakar

মোদী ৩.০-র সাধারণ বাজেট, সংসদে বলছেন স্পিকার ওম বিড়লা। তিনি ভাষণ দিচ্ছেন। জানালেন বাজেট শেষ হওয়ার পর কপি পাওয়া যাবে কাউন্টার থেকে। 

11:02 AM (10 months ago)

শুরু হল ২০২৪-২৫-এর বাজেট পেশ অনুষ্ঠান

Posted by :- Madhurma Dev

শুরু হল বাজেট ২০২৪-২৫-এর পেশ অনুষ্ঠান। স্পিকার ওম বিড়লা বক্তব্য রাখছেন।

10:58 AM (10 months ago)

মন্ত্রিসভা থেকে বাজেটে শুরুর সবুজ সংকেত, কয়েক মিনিটের মধ্যে পেশ করবেন অর্থমন্ত্রী

Posted by :- Madhurma Dev

বাজেট পেশের আগেই বাজেট অনুমোদন করেছে মোদী মন্ত্রিসভা। এখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিছু সময়ের মধ্যে বাজেট পেশ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাজেটের জন্য সংসদ ভবনে পৌঁছেছেন।

10:56 AM (10 months ago)

নীতীশ কুমার বলেন- "ধীরে ধীরে সব জানা যাবে"

Posted by :- Madhurma Dev

বিহারের বিধান পরিষদে পৌঁছেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজ্যের বিশেষ মর্যাদা পাওয়ার বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি ইশারায় কিছু বলে ভিতরে চলে যান। ধীরে ধীরে সব জানা যাবে বলে জানিয়েছেন নীতিশ কুমার।

10:51 AM (10 months ago)

বাজেটের আগে কী বললেন রচনা?

Posted by :- Soumen Karmakar

জিনিসপত্রের দাম খুব বেড়েছে। জিনিসের দাম সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। সরকারের সেই ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত। দেশের মানুষ এই বাজেটে ভালো কিছু পাবে বলে আশা করা হচ্ছে।  

10:45 AM (10 months ago)

বাজেট পেশের অনুমোদন দিল মন্ত্রিসভা

Posted by :- Soumen Karmakar

বাজেট পেশের অনুমোদন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাজেট পেশের অনুমতি পেলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 

10:44 AM (10 months ago)

লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদ ভবনে পৌঁছেছেন

Posted by :- sumana


লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদ ভবনে পৌঁছেছেন, শীঘ্রই বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন।
 

10:40 AM (10 months ago)

Budget 2024 Live Updates: বাজেট ২০২৪-এর কপি আনা হচ্ছে

Posted by :- Soumick Majumdar

Budget 2024 Live Updates: তৃতীয় মেয়াদে মোদী সরকারের প্রথম বাজেট পেশের আগে সংসদে কেন্দ্রীয় বাজেট ২০২৪-এর কপি আনা হচ্ছে।

10:40 AM (10 months ago)

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ট্যুইট করে অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন

Posted by :- Madhurma Dev

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্যুইট করেছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানালেন শুভেচ্ছা।

10:38 AM (10 months ago)

শুরু হচ্ছে মন্ত্রিসভার বৈঠক

Posted by :- Soumen Karmakar

শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। প্রথামাফিক ক্যাবিনেট অনুমোদন দেওয়ার পরই পেশ হবে বাজেট।
 

10:27 AM (10 months ago)

রাষ্ট্রপতি ভবনে অর্থমন্ত্রীকে মিষ্টিমুখ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Posted by :- Madhurma Dev

সংসদে সকাল ১১টায় বাজেট উপস্থাপনের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন। অর্থমন্ত্রীকে মিষ্টিমুখ করালেন রাষ্ট্রপতি।

10:18 AM (10 months ago)

সংসদে পৌঁছালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

Posted by :- Soumick Majumdar

সংসদে পৌঁছালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 

 

10:14 AM (10 months ago)

বাজেটের দিনে শেয়ারবাজারে অস্থিরতা, জেনে নিন বাজারের অবস্থা

Posted by :- Madhurma Dev

আজ দেশের সাধারণ বাজেট ২০২৪ আসতে চলেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর মেয়াদে সপ্তমবার বাজেট পেশ করবেন। বাজেটের দিন অর্থমন্ত্রীর ঘোষণার দিকে দেশের দৃষ্টি স্থির থাকলেও আজ শেয়ারবাজারে গ্রিন জোন ও সরকারি কোম্পানিগুলোর শেয়ারের প্রভাব দেখা যাচ্ছে। পিএসইউ স্টক দুর্দান্ত গতিতে ছুটছে। তবে এই গতি বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। সকাল ৯টা ৪৫- এ, সেনসেক্স প্রায় ৫০ পয়েন্ট কমেছে, নিফটিও রেড জোনে ট্রেড করছে।

10:02 AM (10 months ago)

রাষ্ট্রপতি ভবন থেকে সংসদের উদ্দেশে রওনা হলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

Posted by :- sumana


রাষ্ট্রপতি ভবন থেকে সংসদের উদ্দেশে রওনা হলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।  সকাল ১১টায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

 
9:56 AM (10 months ago)

ট্যুইট লোকসভার স্পিকার ওম বিড়লার

Posted by :- Madhurma Dev

আজ বেলা ১১টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ট্যুইট লোকসভার স্পিকার ওম বিড়লার। এক্স হ্যান্ডেলে লেখেন, "আজ সকাল ১১টায় লোকসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন। বাজেটের সরাসরি সম্প্রচার সংসদ টিভিতে দেখা যাবে।"

9:53 AM (10 months ago)

সংসদের পথে নির্মলা

Posted by :- Arindam

রাষ্ট্রপতিভবন থেকে সংসদ ভবনের উদ্দেশে রওনা হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ১১টায় বাজেট বক্তৃতা পেশ করবেন তিনি। 

9:25 AM (10 months ago)

বাজার খুলতেই সেনসেক্স চাঙ্গা

Posted by :- Arindam

শেয়ারবাজার খুলতেই ঊর্ধ্বমুখী বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। একলাফে ২২৯.৮৯ পয়েন্ট বেড়ে ৮০ হাজার ৭৩১ দশমিক ৯৭ ছুঁয়ে ফেলল। কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে।

9:20 AM (10 months ago)

রাষ্ট্রপতিভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Posted by :- Arindam

বাজেটের ফাইল নিয়ে রাষ্ট্রপতি ভবনে গেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। 

নির্মলা সীতারামন
9:11 AM (10 months ago)

পেনসিল স্কেচে নির্মলা

Posted by :- Arindam

উত্তরপ্রদেশের আমরোহার বাসিন্দা জোহেব খান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেনসিল দিয়ে স্কেচ আঁকলেন। ছবিটি ভাইরাল হয়েছে।  

8:58 AM (10 months ago)

পৌঁছে গেলেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন

Posted by :- Soumick Majumdar

Budget 2024-এর আগে, অর্থ মন্ত্রকে পৌঁছে গেলেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন।

8:54 AM (10 months ago)

অর্থ মন্ত্রক পৌঁছালেন নির্মলা সীতারামন

Posted by :- Soumick Majumdar

অর্থ মন্ত্রক পৌঁছালেন নির্মলা সীতারামন। দেখুন ভিডিও: 

8:51 AM (10 months ago)

দীর্ঘ মেয়াদের লক্ষ্য

Posted by :- Soumick Majumdar

শুধুমাত্র শর্ট টার্ম নয়, লং টার্ম, অর্থাৎ দীর্ঘ মেয়াদের লক্ষ্য পূরণেও সরকারের ফোকাস থাকবে। এর আগে সেই বিষয়ে নিজেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে এবারের বাজেটে কেন্দ্রের ২০৪৭-এর মধ্যে ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টার কিছু প্রতিফলন হতে পারে বলে মনে করা হচ্ছে। 

8:47 AM (10 months ago)

Budget 2024: বাজেটে গ্রামীণ ও কৃষি খাতে বিশেষ নজর দেওয়া হতে পারে।

Posted by :- Soumick Majumdar

বাজেটে গ্রামীণ ও কৃষি খাতে বিশেষ নজর দেওয়া হতে পারে। প্রধানমন্ত্রী আবাস যোজনা ও PM-Kisan-এর বরাদ্দ বাড়ানো হতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।