Advertisement

S Jaishankar on Pakistan: 'আলোচনার যুগ আর নেই, এবার অ্যাকশন' পাকিস্তানকে 'আল্টিমেটাম' দিয়ে দিল ভারত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও বাংলাদেশে হিন্দুদের উপর হামলার বিষয়েও অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী। তাঁর কথায়, 'বর্তমান সরকারের সঙ্গেই আমরা ডিল করব, এটাই স্বাভাবিক। দেখুন প্রতিবেশীরা সব সময়ই প্রহেলিকা। আমাকে একটি দেশ দেখান, যাদের প্রতিবেশী দেশগুলির সঙ্গে চ্যালেঞ্জ ঝেলতে হচ্ছে না।'

এস জয়শঙ্কর ও শাহবাজ শরিফ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 30 Aug 2024,
  • अपडेटेड 2:23 PM IST
  • 'আর আপোষের প্রশ্নই উঠছে না'
  • 'ভারত আর সহ্য করবে না'
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ইস্যু

পাকিস্তানকে (Pakistan) স্পষ্ট ও কড়া বার্তা দিয়ে দিল ভারত। একেবারে সরাসরি জানিয়ে দিল, আর কোনও আলোচনা নয়। এবার অ্যাকশনের সময়। কথাবার্তা, বৈঠকের যুগ শেষ।

আজ অর্থাত্‍ শুক্রবার পাকিস্তানকে কার্যত আল্টিমেটাম দিয়ে দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। বলে দিলেন, 'সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না।' পাকিস্তানের সঙ্গে বিদেশনীতিতে দিল্লির অবস্থান হল, এবার অ্যাকশন। আর কোনও আলোচনা নয়। 

'আর আপোষের প্রশ্নই উঠছে না'

দিল্লিতে একটি বই লঞ্চের অনুষ্ঠানে জয়শঙ্করের কথায়, 'পাকিস্তানের সঙ্গে মসৃণ আলোচনার যুগ শেষ। এবার কর্মফলের সময়। জম্মু-কাশ্মীরে ধারা ৩৭০ বিলুপ্তি হয়ে গিয়েছে। এখন ইস্যু হল, পাকিস্তানের সঙ্গে আমরা কীরকম সম্পর্ক রাখব। আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আর আপোষের প্রশ্নই উঠছে না। ঘটনা ইতিবাচক হোক আর নেতিবাচক, আমরা পাল্টা প্রতিক্রিয়ায় যাব।'

'ভারত আর সহ্য করবে না'

বিদেশমন্ত্রীর বক্তব্য, পাকিস্তানের সঙ্গে সম্পর্কে উন্নতির জন্য কেন্দ্র সন্ত্রাসের ইস্যুকে উপেক্ষা করবে না। পাকিস্তানে সন্ত্রাসবাদ এখন মুখ্য ইস্যু। আর ভারতের বর্তমান অবস্থান হল, এই ধরনের কোনও হুমকি সহ্য করা হবে না। পাকিস্তানেক মূল স্ট্র্যাটেজি হল, সীমান্ত-পার সন্ত্রাস করে ভারতকে আলোচনার টেবিলে আনা। কিন্তু ওই নীতি ভারত বরদাস্ত করবে না। 

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ইস্যু

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও বাংলাদেশে হিন্দুদের উপর হামলার বিষয়েও অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী। তাঁর কথায়, 'বর্তমান সরকারের সঙ্গেই আমরা ডিল করব, এটাই স্বাভাবিক। দেখুন প্রতিবেশীরা সব সময়ই প্রহেলিকা। আমাকে একটি দেশ দেখান, যাদের প্রতিবেশী দেশগুলির সঙ্গে চ্যালেঞ্জ ঝেলতে হচ্ছে না।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement