হিম্যান মেটানিউমো ভাইরাস (HMPV) নিয়ে আতঙ্কের কারণ নেই বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্র জানিয়েছে, HMPV কোনও নতুন ভাইরাস নয়। ২০০১ সালে এই ভাইরাসটি প্রথম শনাক্ত করা হয়েছিল, তারপর থেকে বিশ্বজুড়েই রয়েছে এই ভাইরাস। অন্যদিকে আজ অর্থাত্ মঙ্গলবার মহারাষ্ট্রে দুটি বালকের শরীরে মিলল HMPV। একজনের বয়স ৭ ও আরেকজনের ১৪। সব মিলিয়ে দেশে ৭টি HMPV পজিটিভ মিলল এখনও পর্যন্ত।
কেন্দ্রীয় সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে
HMPV আতঙ্ক তৈরি হয়েছে গোটা দেশেই। চিনে হাসপাতালগুলিতে থিকথিকে ভিড়ের ছবি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভারতে ৫ জন শিশুর শরীরে মিলেছে এই ভাইরাসে অস্তিত্ব। এরমধ্যে এক শিশু কলকাতার। এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ভিডিও বার্তায় জানালেন, কেন্দ্রীয় সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে। আতঙ্কের কোনও কারণ নেই।
HMPV কোনও নতুন ভাইরাস নয়
নাড্ডার কথায়, 'স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়েছেন, HMPV কোনও নতুন ভাইরাস নয়। ২০০১ সালে প্রথম শনাক্ত করা হয়েছিল এই ভাইরাসকে। তারপর থেকে গোটা পৃথিবীজুড়ে ছড়িয়ে রয়েছে এই ভাইরাস। এই ভাইরাস সব বয়সের মানুষকেই আক্রমণ করতে পারে। শীতকালে ভাইরাসটি বেশি ছড়িয়ে পড়ে এছাড়া বসন্তের শুরুতে এর প্রকোপ বাড়ে।'
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানাচ্ছেন, ICMR-এর পর্যালোচনা ও ডেটা বলছে, শ্বাসনালীতে সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে বাড়েনি ভারতে। সুতরাং কোনও চিন্তা নেই।
অ্যাডভাইজারি জারি করেছে ৪ রাজ্য
HMPV নিয়ে ইতিমধ্যেই কয়েকটি রাজ্য অ্যাডভাইজারি জারি করেছে। দিল্লি, কর্নাটক, মহারাষ্ট্র, গুজরাত, এই ৪ রাজ্যই তাদের সব হাসপাতালগুলিকে নির্দেশ দিয়েছে, পর্যাপ্ত অক্সিজেন রাখতে, কোনও রোগীর শরীরে HMPV ধরা পড়লে সরকারকে জানাতে হবে ও ওই রোগীকে আইসোলেশনে পাঠাতে হবে।