Amit Shah Meeting Bengal BJP: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে পশ্চিমবঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করলেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সংগঠন সম্পাদক বি.এল. সন্তোষ, সাধারণ সম্পাদক সুনীল বনসল এবং আইটি সেলের প্রধান অমিত মালব্য।
বাংলায় আগামী বছর বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এখন সক্রিয় ভূমিকায় নামতে শুরু করেছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অমিত শাহ একটি বড় বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি ছাড়াও একাধিক শীর্ষস্থানীয় নেতা।
বৈঠকে উপস্থিত ছিলেন সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার এবং নেতা অমিতাভ চক্রবর্তীও। যদিও এই বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা প্রকাশ করা হয়নি, ধারণা করা হচ্ছে এতে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়াও, ভোটার তালিকার Special Intensive Revision (SIR) বা বিশেষ পুনর্বিবেচনা নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই বৈঠক এমন সময় হচ্ছে, যখন তৃণমূল কংগ্রেস বাংলা ভাষা ও বাঙালি পরিচিতির বিষয়টি নিয়ে রাজনীতির ময়দানে আক্রমণাত্মক অবস্থান নিচ্ছে। সম্প্রতি হুগলি জেলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে তৃণমূল সমর্থকরা 'জয় বাংলা' স্লোগান দেয়। পাল্টা জবাবে শুভেন্দু 'জয় শ্রী রাম' স্লোগান তোলেন।
এই ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের একটি কথিত চিঠিকে কেন্দ্র করে কেন্দ্র সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে সরব হন। তাঁর অভিযোগ, ওই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশের ভাষা হিসেবে দেখানো হয়েছে।
তৃণমূল কংগ্রেস ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা (SIR) ইস্যু নিয়েও বিহারে ও সংসদে ক্রমাগত আক্রমণাত্মক ভুমিকা নিচ্ছে। সংসদ থেকে রাস্তায়, সর্বত্রই TMC নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই ইস্যুতে সরব।