
উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটল বৃহস্পতিবার দুপুরে। ঘটনায় কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে, আহত ৫। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, কয়েক কিলোমিটার পর্যন্ত এর বিকট শব্দ শোনা যায় বলে খবর। স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিল্লিতে জঙ্গি হামলার আবহে উত্তরপ্রদেশের এই বিস্ফোরণ ভয় ধরিয়ে দিয়েছে সকলের মনে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে এই বিস্ফোরণটি হয়। সে সময়ে বাজির ওই কারখানায় কর্মরত ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। বিস্ফোরণের আওয়াজ শুনে তড়িঘড়ি কারখানার সামনে পৌঁছন এলাকাবাসী। আহতদের উদ্ধারে হাত লাগান তারা। খবর পেয়ে পৌঁছয় পুলিশের টিম। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে পরবর্তীতে স্থানান্তরিত হয় লখনউয়ের ট্রমা সেন্টারে। আহতের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
দমকলের অনুমান, বাজি কারখানাটিতে মানা হচ্ছিল না ফায়ার সেফটি স্ট্যান্ডার্ড। উপ মহকুমা শাসক অনুরাগ সিং জানিয়েছেন, ২ জন শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে উঠে আসছে, কারখানা কর্তৃপক্ষের গাফিলতি ছিল। খালিদ নামে কারখানা মালিকের বাজি তৈরির লাইসেন্স গত মার্চ মাসেই শেষ হয়ে গিয়েছে। ফলত ফায়ার সেফটি রুল মানা হচ্ছিল না সেখানে। খালিদ এবং তাঁর ভাইও এই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। যে শ্রমিকরা কাজ করছিলেন, তাঁদের নিরাপত্তা কতটা ছিল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় সরাই বরাই গ্রামের বাসিন্দারা হকচকিয়ে গিয়েছেন। বিকট শব্দ, ধোঁয়ায় ঢাকা পড়েছে চারপাশ। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। গাফিলতির জেরে এমনটা ঘটে থাকলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।