Advertisement

UP government doctor: 'ভালোবাসা চাই', লাগাতার নার্সকে অশ্লীল প্রস্তাব ডাক্তারের, তদন্তে পুলিশ

উত্তরপ্রদেশের সুলতানপুর জেলায় সরকারি স্বাস্থ্য পরিষেবার এক গুরুতর দুর্নীতিগ্রস্ত চিত্র সামনে এসেছে। লাম্বুয়া কমিউনিটি হেলথ সেন্টারের (CHC) তৎকালীন সুপারিনটেনডেন্ট ডা. অনিল কুমারের বিরুদ্ধে এক মহিলা স্টাফ নার্সকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 31 Oct 2025,
  • अपडेटेड 6:14 PM IST
  • উত্তরপ্রদেশের সুলতানপুর জেলায় সরকারি স্বাস্থ্য পরিষেবার এক গুরুতর দুর্নীতিগ্রস্ত চিত্র সামনে এসেছে।
  • লাম্বুয়া কমিউনিটি হেলথ সেন্টারের (CHC) তৎকালীন সুপারিনটেনডেন্ট ডা. অনিল কুমারের বিরুদ্ধে এক মহিলা স্টাফ নার্সকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

উত্তরপ্রদেশের সুলতানপুর জেলায় সরকারি স্বাস্থ্য পরিষেবার এক গুরুতর দুর্নীতিগ্রস্ত চিত্র সামনে এসেছে। লাম্বুয়া কমিউনিটি হেলথ সেন্টারের (CHC) তৎকালীন সুপারিনটেনডেন্ট ডা. অনিল কুমারের বিরুদ্ধে এক মহিলা স্টাফ নার্সকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। প্রকাশ্যে আসা এক অডিও ক্লিপে ওই ডাক্তারকে নার্সের প্রতি অনুপযুক্ত মন্তব্য এবং ব্যক্তিগত ঘনিষ্ঠতার দাবি করতে শোনা গিয়েছে, যা রাজ্য জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

অভিযোগ অনুযায়ী, ডা. অনিল কুমার বারবার ওই নার্সকে 'ভালোবাসা চাই' বলে অনুরোধ করতেন এবং এর বিনিময়ে ব্যক্তিগত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দিতেন। ভাইরাল হওয়া অডিও ক্লিপে তাকে নার্সকে একসঙ্গে সময় কাটানোর, কেনাকাটায় যাওয়ার প্রস্তাব দিতে। নার্স কথোপকথন রেকর্ড করে প্রমাণসহ সুলতানপুরের প্রধান চিকিৎসা কর্মকর্তা (CMO) ডা. ভারত ভূষণের কাছে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও অডিও প্রকাশ্যে আসার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ডাঃ ভূষণ জানিয়েছেন, 'ঘটনাটি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। উভয় পক্ষের বক্তব্য রেকর্ড করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'

সূত্রে জানা গেছে, এই ঘটনাটি ঘটেছিল ডাঃ অনিল কুমারের লাম্বুয়ায় পোস্টিং চলাকালীন সময়ে। সম্প্রতি চিকিৎসার অভাবে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠলে ১৩ অক্টোবর তাকে বদলি করে কাদিপুর সিএইচসিতে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে দায়িত্ব গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য দফতরের।

ঘটনার পর স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য মহলে নড়েচড়ে বসেছে। কর্মরত নার্সদের নিরাপত্তা ও কর্মক্ষেত্রে হয়রানির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে আছে গোটা জেলা।

সরকারি ডাক্তার ডাঃ অনিল কুমারের বিরুদ্ধে নার্সকে অশ্লীল প্রস্তাব দেওয়ার অভিযোগ। অডিও ক্লিপ ভাইরাল, প্রশাসনের তদন্তের নির্দেশ। অভিযুক্তকে লাম্বুয়া থেকে কাদিপুর সিএইচসিতে বদলি। স্বাস্থ্য দফতরের নজরে তদন্ত চলমান।

 

Read more!
Advertisement
Advertisement