Advertisement

UP Married woman: '১৫ দিন স্বামীর, আর ১৫ দিন প্রেমিকের সঙ্গে', ১০ বার পালিয়ে যাওয়ায় পঞ্চায়েতে বললেন বধূ

উত্তরপ্রদেশের রামপুর জেলার আজিম নগর থানা এলাকায় এক অবাক করা ঘটনা সামনে এসেছে। এক বিবাহিত মহিলা পঞ্চায়েতে দাঁড়িয়ে এমন এক প্রস্তাব দিলেন যা শুনে হতবাক হয়ে গেলেন গ্রামবাসীরা। তিনি জানিয়েছেন—মাসে ১৫ দিন স্বামীর সঙ্গে এবং ১৫ দিন প্রেমিকের সঙ্গে কাটাতে চান তিনি। এই প্রস্তাব নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মেটা এআই প্রতীকী ছবি।মেটা এআই প্রতীকী ছবি।
Aajtak Bangla
  • দিল্লি,
  • 25 Aug 2025,
  • अपडेटेड 12:53 PM IST
  • উত্তরপ্রদেশের রামপুর জেলার আজিম নগর থানা এলাকায় এক অবাক করা ঘটনা সামনে এসেছে।
  • এক বিবাহিত মহিলা পঞ্চায়েতে দাঁড়িয়ে এমন এক প্রস্তাব দিলেন যা শুনে হতবাক হয়ে গেলেন গ্রামবাসীরা।

উত্তরপ্রদেশের রামপুর জেলার আজিম নগর থানা এলাকায় এক অবাক করা ঘটনা সামনে এসেছে। এক বিবাহিত মহিলা পঞ্চায়েতে দাঁড়িয়ে এমন এক প্রস্তাব দিলেন যা শুনে হতবাক হয়ে গেলেন গ্রামবাসীরা। তিনি জানিয়েছেন—মাসে ১৫ দিন স্বামীর সঙ্গে এবং ১৫ দিন প্রেমিকের সঙ্গে কাটাতে চান তিনি। এই প্রস্তাব নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

দেড় বছর আগে বিয়ে, এরপর প্রেমিকের ফাঁদে  স্ত্রী

তথ্য অনুযায়ী, প্রায় দেড় বছর আগে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে হয় মহিলার। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই তার সম্পর্ক গড়ে ওঠে তান্ডা এলাকার আরেক যুবকের সঙ্গে। এর পর থেকেই শুরু হয় পালানো-ফিরে আসার নাটক। প্রায় এক বছরে ৯ বার ওই মহিলা প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। প্রতিবারই পঞ্চায়েত বা পুলিশের মাধ্যমে তাকে স্বামীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।

দশবার পালানোর পর উদ্ধার

আট দিন আগে দশমবারের মতো বাড়ি থেকে নিখোঁজ হন মহিলা। উদ্বিগ্ন স্বামী থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তাকে প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার করে স্বামীর হাতে তুলে দেয়। কিন্তু সেখানে মাত্র এক রাত থাকার পর পরদিন সকালেই আবার প্রেমিকের কাছে ফিরে যান তিনি।

পঞ্চায়েতে অদ্ভুত প্রস্তাব

স্বামী যখন স্ত্রীকে ফের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন গ্রাম পঞ্চায়েত বসে। সেই বৈঠকেই মহিলা সবার সামনে তার অদ্ভুত প্রস্তাব রাখেন, 'আমি মাসে ১৫ দিন স্বামীর সঙ্গে এবং ১৫ দিন প্রেমিকের সঙ্গে থাকব।' তার এই প্রস্তাব শুনে হতভম্ব সবাই। হতাশ স্বামী হাতজোড় করে বলেন, “আমাকে ক্ষমা করুন, এখন আপনি আপনার প্রেমিকের সঙ্গেই থাকুন।”

গ্রামে তোলপাড়

ঘটনাটি গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রবীণরা বলছেন, জীবনে এরকম ঘটনা কখনো দেখেননি তারা। সাধারণত পঞ্চায়েত স্বামী-স্ত্রীর মধ্যে সমাধানের পথ বের করে দেয়, কিন্তু '১৫-১৫ দিনের সূত্র' এই প্রথম শোনা গেল।

 

Read more!
Advertisement
Advertisement