Advertisement

US buy pharma from India: ট্রাম্পের শুল্ক যুদ্ধের মাঝেও ভারত থেকে এই সব জিনিস কিনতেই হবে আমেরিকাকে, কী কী?

আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য নিয়ে কার্যত ঠান্ডা যুদ্ধ চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় টেক্সটাইল, সামুদ্রিক খাবার সহ একাধিক খাতের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। এর ফলে সুরাট, নয়ডা ও তিরুঅনন্তপুরের মতো কেন্দ্রগুলিতে উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Aug 2025,
  • अपडेटेड 4:58 PM IST
  • আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য নিয়ে কার্যত ঠান্ডা যুদ্ধ চলেছে।
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় টেক্সটাইল, সামুদ্রিক খাবার সহ একাধিক খাতের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন।

আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য নিয়ে কার্যত ঠান্ডা যুদ্ধ চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় টেক্সটাইল, সামুদ্রিক খাবার সহ একাধিক খাতের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। এর ফলে সুরাট, নয়ডা ও তিরুঅনন্তপুরের মতো কেন্দ্রগুলিতে উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এর প্রভাবে ভারতের বৃদ্ধি কমপক্ষে ০.৩ থেকে ০.৫ শতাংশ হ্রাস পেতে পারে। এমনকি ভারতের আমেরিকায় মোট রফতানি ৫৫ বিলিয়ন ডলার পর্যন্ত কমতে পারে।

তবে, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপ থেকে বিরত থেকেছে আমেরিকা। কারণ ওইসব পণ্য আমদানি করার ক্ষেত্রে ভারতের বিকল্প খুঁজে পাওয়া কঠিন, এমনকি অসম্ভব।

কোন কোন পণ্য শুল্ক থেকে অব্যাহতি পেল?
ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, ভারত জেনেরিক ওষুধের বৃহত্তম সরবরাহকারী। সস্তা ওষুধের জন্য মার্কিন স্বাস্থ্য ব্যবস্থা ভারতের ওপরনির্ভরশীল। এই খাতে শুল্ক আরোপ করলে আমেরিকার অভ্যন্তরে ওষুধের দাম বাড়বে এবং রাজনৈতিক চাপ তৈরি হবে। স্মার্টফোন ও ইলেকট্রনিক্স, অ্যাপল, স্যামসাং সহ একাধিক বহুজাতিক কোম্পানির উৎপাদন চেন বর্তমানে ভারতের ওপরনির্ভরশীল।

এই খাতে শুল্ক আরোপ করলে আমেরিকান গ্রাহকদের জন্য স্মার্টফোন ও গ্যাজেটের দাম আকাশছোঁয়া হবে এবং মার্কিন কোম্পানিগুলির বিক্রয়ও ক্ষতিগ্রস্ত হবে। জ্বালানি ও রিসাইকেল পণ্য, ভারত থেকে আমদানি করা পেট্রোলিয়াম ও রিসাইকেল যোগ্য জ্বালানি মার্কিন শিল্প ও জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য। শুল্ক আরোপ করলে সরাসরি প্রভাব পড়বে মার্কিন অর্থনীতিতে।

কেন এই ছাড় দিচ্ছে ট্রাম্প প্রশাসন?
অর্থনৈতিক চাপ এড়াতে, ওষুধ ও ইলেকট্রনিক্স আমদানির ক্ষেত্রে ভারত ছাড়া অন্য উৎস খুঁজতে গেলে খরচ আরও বাড়বে। চিনের সঙ্গে প্রতিযোগিতা, আমেরিকা চিনের প্রভাব কমাতে ভারতকে উৎপাদন কেন্দ্র হিসেবে বাড়াতে চাইছে।
কৌশলগত কারণ, এশিয়ায় চিনের উত্থান ঠেকাতে ভারতের সহযোগিতা মার্কিন কূটনীতির জন্য অপরিহার্য। তাই সব খাতে শুল্ক চাপানো সম্ভব নয়।

অর্থাৎ, ট্রাম্পের শুল্ক নীতি ভারতীয় অর্থনীতির অনেক খাতকে আঘাত করলেও ওষুধ, ইলেকট্রনিক্স এবং জ্বালানির মতো খাতগুলিতে ভারতের ওপর আমেরিকার নির্ভরতা অপরিবর্তিত থাকছে। ফলে ভারতীয় এই পণ্যগুলিই আগামী দিনে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের মূল সেতুবন্ধন হয়ে উঠতে পারে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement