উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। যাত্রীবোঝাই বোলেরো গাড়ি পড়ল খালে। মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জন পুণ্যার্থীর।
জানা গিয়েছে, জেলার ইটিয়াথোক থানা এলাকা দিয়ে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পুণ্যার্থীবোঝাই ওই চারচাকাটি। সোজা গিয়ে সেটি পড়ে একটি খালে। তারপরই পাল্টি খেয়ে সম্পূর্ণরূপে খালের জলে ডুবে যায় যাত্রীবোঝাই গাড়িটি। বৃষ্টির কারণে জল বেড়েছিল খালে। ফলে বেরিয়ে আসতে পারেননি ডুবে যাওয়া যাত্রীরা।
বোলেরো গাড়িতে মোট ১৫ জন যাত্রী ছিলেন বলে খবর। তার মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১১ জনের। বাকিরা সকলেই গুরুতর আহত। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, স্থানীয় একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন দুর্ঘটনাগ্রস্ত গাড়ির যাত্রীরা। আচমকাই মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বোলেরোর চালক। ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘গোন্ডায় যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। আহতদের দ্রুত জেলাপ্রশাসন যাতে হাসপাতালে নিয়ে যায়, তার নির্দেশ দেওয়া হয়েছে।’ মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, মোতিগঞ্জ থানা এলাকার সীহাগাঁওয়ের বাসিন্দা প্রহ্লাদ গুপ্তা সপরিবারে ওই বোলেরোতেই স্থানীয় পৃথ্বীনাথ মন্দিরে যাচ্ছিলেন। তবে সেই গাড়িই দুর্ঘটনাগ্রস্ত হয়েছে কি না, তার নিশ্চিত ভাবে প্রমাণ মেলেনি। মৃতদের তালিকায় মহিলা, শিশুও রয়েছে। যদিও কারওই এখনও পরিচয় মেলেনি।