Advertisement

Uttar Pradesh: ভিখারির প্রেমে পাগল, স্বামী-৬ সন্তান ছেড়ে পালালেন বধূ

উত্তরপ্রদেশের হারদোই জেলার হরপালপুর এলাকায় এক অভাবনীয় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামী ও ৬ সন্তানকে ছেড়ে এক ভিখারির সঙ্গে পালিয়ে গেছেন এক মহিলা। ঘটনাটি শুধু পরিবার নয়, গোটা এলাকাতেই আলোড়ন সৃষ্টি করেছে। ইতিমধ্যে মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ভিখিরি যুবককে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

প্রতীকী ছবি। মেটা এআইপ্রতীকী ছবি। মেটা এআই
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 07 Jan 2025,
  • अपडेटेड 4:50 PM IST
  • উত্তরপ্রদেশের হারদোই জেলার হরপালপুর এলাকায় এক অভাবনীয় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।
  • স্বামী ও ৬ সন্তানকে ছেড়ে এক ভিখারির সঙ্গে পালিয়ে গেছেন এক মহিলা।

উত্তরপ্রদেশের হারদোই জেলার হরপালপুর এলাকায় এক অভাবনীয় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামী ও ৬ সন্তানকে ছেড়ে এক ভিখারির সঙ্গে পালিয়ে গেছেন এক মহিলা। ঘটনাটি শুধু পরিবার নয়, গোটা এলাকাতেই আলোড়ন সৃষ্টি করেছে। ইতিমধ্যে মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ভিখিরি যুবককে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

কী ঘটেছে?
হারদোই জেলার হরপালপুরে স্ত্রী রাজেস্বরী ও ৬ সন্তান নিয়ে বসবাস করতেন রাজু। সেই এলাকাতেই মাঝেমধ্যে ভিক্ষা করতে আসতেন এক যুবক, যাঁর নাম ননে পণ্ডিত। রাজুর অভিযোগ, ননে পণ্ডিত কথার জালে ফাঁসিয়ে তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছেন। রাজুর দাবি, ননে পণ্ডিতের সঙ্গে রাজেস্বরীর দীর্ঘদিনের যোগাযোগ ছিল। এলাকার লোকজনের বক্তব্য অনুযায়ী, ননে প্রায়ই রাজেস্বরীর সঙ্গে কথা বলতেন। এমনকি রাতে ফোনেও তাঁদের কথাবার্তা হত বলে রাজু জানিয়েছেন।

ঘটনার সূত্রপাত
গত ৩ জানুয়ারি রাজেস্বরী বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হন। তারপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। রাজুর দাবি, তাঁর স্ত্রী মোষ বিক্রি করে যে টাকা বাড়িতে এনেছিলেন, সেই অর্থ নিয়ে ননের সঙ্গে পালিয়েছেন। রাজুর আরও অভিযোগ, "হয় আমার স্ত্রীকে অপহরণ করা হয়েছে, নয়তো তাঁকে ব্ল্যাকমেল করা হয়েছে। এমনকি আমার বাড়ি না থাকার সুযোগে ননে রাজেস্বরীকে ধর্ষণও করতে পারেন।"

পুলিশের তদন্ত
ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তাঁদের প্রাথমিক অনুমান, প্রেমের ফাঁদে পড়েই রাজেস্বরী ননের সঙ্গে পালিয়ে গিয়েছেন। তবে রাজুর অভিযোগকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ননে পণ্ডিত ধরা না পড়া পর্যন্ত ঘটনার আসল কারণ স্পষ্ট হবে না।

এলাকায় প্রতিক্রিয়া
এলাকায় এই ঘটনা নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলছেন, ভালবাসা সত্যিই অন্ধ। আবার কেউ সন্দেহ করছেন, এই ঘটনার পেছনে আরও বড় কোনও কারণ থাকতে পারে। রাজুর মতো এলাকাবাসীও আতঙ্কিত ও হতবাক। একদিকে স্বামী-সন্তান ছেড়ে একজন ভিখারির সঙ্গে পালানোর বিষয়টি যেমন অপ্রত্যাশিত, তেমনি এতে কোনও অপরাধমূলক ষড়যন্ত্র আছে কিনা, তা নিয়েও দানা বাঁধছে সন্দেহ।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement