Advertisement

Uttar Pradesh SIR : উত্তরপ্রদেশে SIR খসড়ায় প্রায় ৩ কোটি নাম বাদ, এবার কী হবে?

উত্তরপ্রদেশের খসড়া তালিকা থেকে বাদ প্রায় ৩ কোটি ভোটারের নাম। মঙ্গলবার উত্তরপ্রদেশে SIR প্রক্রিয়ার অংশ হিসাবে খসড়া তালিকা প্রকাশিত হয়। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই তথ্যও সামনে আনা হয়েছে। 

উত্তরপ্রদেশে SIR প্রক্রিয়া উত্তরপ্রদেশে SIR প্রক্রিয়া
Aajtak Bangla
  • কানপুর ,
  • 06 Jan 2026,
  • अपडेटेड 4:10 PM IST
  • উত্তরপ্রদেশের খসড়া তালিকা থেকে বাদ প্রায় ৩ কোটি ভোটারের নাম
  • মঙ্গলবার উত্তরপ্রদেশে SIR প্রক্রিয়ার অংশ হিসাবে খসড়া তালিকা প্রকাশিত হয়

উত্তরপ্রদেশের খসড়া তালিকা থেকে বাদ প্রায় ৩ কোটি ভোটারের নাম। মঙ্গলবার উত্তরপ্রদেশে SIR প্রক্রিয়ার অংশ হিসাবে খসড়া তালিকা প্রকাশিত হয়। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই তথ্যও সামনে আনা হয়েছে। 

এই নিয়ে আজ সাংবাদিক বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া। তিনি জানান, ভোটার তালিকা থেকে ২.৮৯ কোটি নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। সেই সংক্রান্ত অভিযোগ দায়ের করা যাবে আজ অর্থাৎ ৬ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৭ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত অভিযোগের নিস্পত্তি করবে কমিশন। 

উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ১৫ কোটিরও বেশি ভোটার নিজেরা বা তাঁদের পরিবারের সদস্যরা ফর্মে সই করেছিলেন। এঁদের মধ্যে প্রায় ৮১ শতাংশ ভোটার পুরোনো ভোটার তালিকা ফেরত দিয়েছিলেন। ১৮ শতাংশ নিজেরা সই করতে পারেননি। মৃত ভোটারের সংখ্যা ৪৬.২৩ লক্ষ, অন্যত্র চলে গিয়েছেন এমন ভোটার ২.১৭ কোটি জন। একাধিক স্থানে নিবন্ধিত ছিল এমন ভোটার ২৫.৪৭ লক্ষ। সব মিলিয়ে খসড়া তালিকায় নাম নেই এমন ভোটার রয়েছেন ২.৮৯ কোটি।

মুখ্য নির্বাচন কমিশন আরও জানান, খসড়া তালিকায় নাম রয়েছে ১২ কোটি ৫৫ লক্ষ ভোটারের। ৪৬ লক্ষ জনকে মৃত পাওয়া গিয়েছে।সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের আধিকারিকের দাবি,ভোটার তালিকা সংশোধন সম্পর্কীত সমস্ত গণনা ফর্ম গৃহীত হয়েছে। সেগুলোর ডিজিটাইজেশন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। 

কমিশনের তরফে আরও জানানো হয়, যদি কোনও ভোটারের নাম তালিকায় থাকে, তাহলে ফর্ম ৬ পূরণ করার প্রয়োজন নেই। যদি নাম না থাকে সেক্ষেত্রে ফর্ম ৬ জমা দিতে হবে। ফর্ম ৬ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। যে ভোটাররা বাসস্থান পরিবর্তন করেছেন ও BLO-এর সঙ্গে যোগাযোগ করেছেন, তাঁদের ফর্ম ৮-এর মাধ্যমে নিজেদের বিবরণ আপডেট করতে পেরেছেন।

ভোটগ্রহণের নিয়মেও এবার থেকে পরিবর্তন আসবে। এতদিন পর্যন্ত এক একটি পোলিং স্টেশনে ১৫০০ ভোটার থাকতেন। তা কমিয়ে করা হচ্ছে ১২০০। ফলে নতুন পোলিং স্টেশন তৈরি করা হচ্ছে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement