Advertisement

Uttarakhand: উত্তরকাশীতে ভেঙে পড়ল হেলিকপ্টার, কমপক্ষে ৫ জনের মৃত্যু

উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভেঙে পড়ে হেলিকপ্টার। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গঙ্গনানীর কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় ৫ জন ইতিমধ্যে নিহত হয়েছেন। দু'জন গুরুতর আহত বলে জানা গেছে।

উত্তরকাশীতে হেলিকপ্টার ভেঙে পড়েছেউত্তরকাশীতে হেলিকপ্টার ভেঙে পড়েছে
Aajtak Bangla
  • উত্তরকাশী,
  • 08 May 2025,
  • अपडेटेड 10:23 AM IST

উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভেঙে পড়ে হেলিকপ্টার। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গঙ্গনানীর কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় ৫ জন ইতিমধ্যে নিহত হয়েছেন। দু'জন গুরুতর আহত বলে জানা গেছে।

গাড়োয়াল বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

জানা যায়, এই হেলিকপ্টারটি গঙ্গোত্রী যাচ্ছিল। এটি একটি বেসরকারি কোম্পানির হেলিকপ্টার বলে জানা গেছে। ৭ জন কপ্টারটিতে ছিলেন। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায়।

পুলিশ, সেনাবাহিনী, দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা, QRT টিম ১০৮ অ্যাম্বুলেন্স যানবাহন, তহসিলদার ভাটওয়াড়ি, বিডিও ভাটওয়াড়ি, রাজস্ব দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
 

Read more!
Advertisement
Advertisement