Advertisement

Vande Bharat Sleeper: দেশের প্রথম বন্দে ভারত স্লিপার, মালদায় যাত্রা শুরু, সূচনা করবেন মোদী

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রথম ভাণ্ডে ভারত স্লিপার চলবে হাওড়া-মালদা টাউন-নিউ জলপাইগুড়ি-নিউ কোচবিহার-নিউ বঙ্গাইগাঁও-গুয়াহাটি (কামাখ্যা) রুটে। অর্থাৎ উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর মধ্যে এবার আরও দ্রুত সংযোগ তৈরি হবে।

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 12 Jan 2026,
  • अपडेटेड 5:13 PM IST

আগামী ১৭ জানুয়ারি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নতুন ট্রেন সরাসরি যুক্ত করবে গুয়াহাটি-উত্তরবঙ্গ-কলকাতাকে। ফলে এই অঞ্চলের যাত্রীরা প্রথমবার রাতে আরামে বন্দে ভারতের অভিজ্ঞতা পাবেন। একটি বিবৃতি দিয়ে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা এ কথা জানিয়েছেন। তিনি জানান প্রধানমন্ত্রী মালদা সফরের সময় সেখান থেকে এই ট্রেনটির উদ্বোধন করবেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রথম ভাণ্ডে ভারত স্লিপার চলবে হাওড়া-মালদা টাউন-নিউ জলপাইগুড়ি-নিউ কোচবিহার-নিউ বঙ্গাইগাঁও-গুয়াহাটি (কামাখ্যা) রুটে। অর্থাৎ উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর মধ্যে এবার আরও দ্রুত সংযোগ তৈরি হবে।

এতেই শেষ নয়, একই দিনে প্রধানমন্ত্রী মোট ছ’টি নতুন ট্রেন পরিষেবার উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি-নাগেরকোইল অমৃত ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-তিরুচিরাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার-বেঙ্গালুরু (SMVT) অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার-মুম্বই (পানভেল) অমৃত ভারত এক্সপ্রেস, রাধিকাপুর-বেঙ্গালুরু এক্সপ্রেস, বালুরঘাট-বেঙ্গালুরু এক্সপ্রেস।

আরও পড়ুন

নতুন রেল পরিষেবা চালু হলে উপকৃত হবেন ছাত্রছাত্রী, পর্যটক, রোগী ও সাধারণ যাত্রীরা। চিকিৎসার জন্য বড় শহরে পৌঁছানো সহজ হবে, দূরপাল্লার পরীক্ষা বা চাকরির জন্য যাতায়াতেও মিলবে সুবিধা। পর্যটক বাড়লে দার্জিলিং, তরাই ও দুয়ার্সের অর্থনীতিতেও গতি আসবে। পাশাপাশি পণ্য পরিবহন দ্রুত হওয়ায় ব্যবসা ও শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হবে।

উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে উত্তরবঙ্গ দেশের একমাত্র অঞ্চল, যেখান থেকে চারটি আন্তর্জাতিক সীমান্ত সংযোগ রয়েছে। তাই এই অঞ্চলে রেল অবকাঠামো শক্তিশালী হওয়া কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ কথা আবারও মনে করিয়ে দিয়েছেন রাজু বিস্তা।

 

Read more!
Advertisement
Advertisement