Advertisement

Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেসে দেওয়া খাবারে পাওয়া গেল পোকা, কর্মচারী বলল গোটা জিরে

বন্দে ভারত এক্সপ্রেসে দেওয়া খাবারে পাওয়া গেল পোকা। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তিরুনেলভেলি এবং চেন্নাইয়ের মধ্যে চলা বন্দে ভারত এক্সপ্রেসে সাম্বার দেওয়া হয়েছিল।

বন্দে ভারত এক্সপ্রেসে দেওয়া খাবারে পাওয়া গেল পোকা, কর্মীচারী বলল গোটা জিরেবন্দে ভারত এক্সপ্রেসে দেওয়া খাবারে পাওয়া গেল পোকা, কর্মীচারী বলল গোটা জিরে
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 17 Nov 2024,
  • अपडेटेड 3:59 PM IST
  • গোটা ঘটনায় রেল একটি বিবৃতি জারি করেছে
  • কেটারিং সংস্থাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

বন্দে ভারত এক্সপ্রেসে দেওয়া খাবারে পাওয়া গেল পোকা। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তিরুনেলভেলি এবং চেন্নাইয়ের মধ্যে চলা বন্দে ভারত এক্সপ্রেসে সাম্বার দেওয়া হয়েছিল। এক যাত্রীর সাম্বারে পোকা পাওয়া গিয়েছে বলে অভিযোগ। মুরুগান নামে ওই যাত্রী এ বিষয়ে অভিযোগ জানাতে ট্রেনে খাবার দেওয়ার দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে ফোন করেছিলেন। মুরুগান বলেছেন কেটারিং সংস্থার কর্মচারী প্রথমে এটাকে গোটা জিরে বলে চালানোর চেষ্টা করেছিলেন।

খাবার দেওয়ার দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্মী সাম্বার থেকে দুটি পোকা তুলে ফেলেন। মুরুগান নিজে একটা পোকা তুলে ফেলেন। গোটা ঘটনা মোবাইলে ক্যামেরাবন্দি করেন মুরুগান। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে বিতর্কের ঝড় উঠেছে।

যাইহোক, পোকা থাকা সাম্বার ফেরত দেন মুরুগান। তাঁর আশপাশের যাত্রীরাও খাবার ফিরিয়ে দেন। মুরুগান বলেন, 'শিশুদের এমন খাবার দিলে তাদের ফুড পয়জনিং হতে পারে। ইডলিতে রং মেশানো হচ্ছে।'

আরও পড়ুন

গোটা ঘটনায় রেল একটি বিবৃতি জারি করেছে। দক্ষিণ রেল জানিয়েছে, 'ডিন্ডিহুল স্টেশনের একজন স্বাস্থ্য বিষেষজ্ঞ খাবারটি পরীক্ষা করেছিলেন। সাম্বারের মধ্যে পোকা ছিল না। অ্যালুমিনিয়াম ফয়েলের ঢাকনায় পোকা আটকে গিয়েছিল।  খাবার রান্না করার পরে পোকাটি এসে থাকতে পারে। খাদ্যের নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রেলের তরফে কেটারিং সংস্থাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে।' এতে আরও বলা হয়েছে, রেল সমস্ত সম্ভাবনা বিবেচনা করে এই ঘটনার একটি বিশদ তদন্ত করছে।

Read more!
Advertisement
Advertisement