
বারাণসীতে স্পা সেন্টারের আড়ালে চলছে জমজমাট দেহব্যবসা, এমনই চাঞ্চল্যকর ঘটনার সূত্র ধরে উঠে আসছে সাদা পোশাকের কিছু ব্যক্তির নামও। শহরজুড়ে বড়সড় অভিযানে সিগরা থানা এলাকার দুই জায়গায় আঘাত হানে বারাণসী পুলিশের এসওজি ২ টিম। স্মার্ট বাজারের কাছে এবি ম্যারেজ লনের বিপরীতে মেলোডি স্পা এবং ত্রিনেত্র ভবনের পাশে কানহাইয়া লাল সরাফ ভবনের ১১২ নম্বর ফ্ল্যাটে চলছিল দেহব্যবসা। যা ফাঁস করেছে পুলিশ।
অভিযানের সময় দু' জায়গা থেকে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়। যার মধ্যে ন' জন মহিলা। তদন্তে উঠে এসেছে, দুটি জায়গাই বিজেপি নেত্রী শালিনী যাদবের স্বামী অরুণ যাদবের মালিকানাধীন। শালিনী যাদব অতীতে কংগ্রেসের টিকিটে বারাণসীর মেয়র পদে এবং পরে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে লড়াই করেছেন।
একই সঙ্গে দুই জায়গায় হানা দেয় পুলিশ মেলোডি স্পা, AB ম্যারেজ লনের সামনে। কানহাইয়া লাল সরাফ ভবনের ১১২ নম্বর ফ্ল্যাট, ত্রিনেত্র ভবনের কাছে। মেলোডি স্পা থেকে চার মহিলা ও চার পুরুষকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। উদ্ধার হয় ২৩,১০০ টাকা নগদ, মোবাইল, ডায়েরি সহ বেশ কিছু অপরাধসংক্রান্ত সামগ্রী। ১১২ নম্বর ফ্ল্যাট থেকেও পাঁচ মহিলাকে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। এখান থেকেও উদ্ধার হয় একাধিক প্রমাণস্বরূপ সামগ্রী। অভিযানের পর সিল করে দেয় পুলিশ।
প্রাথমিক তদন্তের পর সিগরা থানায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের তরফে সিসিটিভি ফুটেজ, মোবাইল ডেটা ও ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে, যাতে আদালতে পাকা প্রমাণ উপস্থাপন করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যায়।
তদন্তে নিশ্চিত হয়েছে, যে দু’টি জায়গায় অভিযান চালানো হয়েছে, দু’টিই বিজেপি নেত্রী শালিনী যাদবের স্বামী অরুণ যাদবের নামে। ২০১৭ সালে তিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে বারাণসী মেয়র নির্বাচনে দ্বিতীয় স্থান অধিকার করেন। পরে সমাজবাদী পার্টির টিকিটে ২০১৯ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৩ সালের ২৪ জুলাই তিনি সমাজবাদী পার্টি ছেড়ে যোগ দেন বিজেপিতে।