Advertisement

'মহাপুরুষ মহাত্মা গান্ধী, যুগপুরুষ নরেন্দ্র মোদী,' বলছেন ধনখড়, তীব্র নিন্দায় বিরোধীরা

মহাত্মা গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা। উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মন্তব্য ঘিরে বিতর্ক। সোমবার এক অনুষ্ঠানে, মহাত্মা গান্ধী ও নরেন্দ্র মোদীকে যথাক্রমে, গত শতাব্দীর 'মহাপুরুষ' এবং 'যুগপুরুষ' বলে অভিহিত করেন। দার্শনিক শ্রীমদ রাজচন্দ্রজীর স্মরণে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে জগদীপ ধনখড় বলেন, 'আমি আপনাদের একটি কথা বলতে চাই। গত শতাব্দীর মহাপুরুষ ছিলেন মহাত্মা গান্ধী। নরেন্দ্র মোদী হলেন এই শতাব্দীর যুগপুরুষ।'

Dhankhar
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 28 Nov 2023,
  • अपडेटेड 8:59 AM IST
  • মহাত্মা গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা। উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মন্তব্য ঘিরে বিতর্ক।
  • সোমবার এক অনুষ্ঠানে, মহাত্মা গান্ধী ও নরেন্দ্র মোদীকে যথাক্রমে, গত শতাব্দীর 'মহাপুরুষ' এবং 'যুগপুরুষ' বলে অভিহিত করেন। 
  • দার্শনিক শ্রীমদ রাজচন্দ্রজীর স্মরণে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে জগদীপ ধনখড় বলেন, 'আমি আপনাদের একটি কথা বলতে চাই।

মহাত্মা গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা। উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মন্তব্য ঘিরে বিতর্ক। সোমবার এক অনুষ্ঠানে, মহাত্মা গান্ধী ও নরেন্দ্র মোদীকে যথাক্রমে, গত শতাব্দীর 'মহাপুরুষ' এবং 'যুগপুরুষ' বলে অভিহিত করেন। 

দার্শনিক শ্রীমদ রাজচন্দ্রজীর স্মরণে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে জগদীপ ধনখড় বলেন, 'আমি আপনাদের একটি কথা বলতে চাই। গত শতাব্দীর মহাপুরুষ ছিলেন মহাত্মা গান্ধী। নরেন্দ্র মোদী হলেন এই শতাব্দীর যুগপুরুষ।'

তিনি আরও বলেন, 'মহাত্মা গান্ধী সত্য ও অহিংসা দিয়ে ব্রিটিশদের দাসত্ব থেকে আমাদের মুক্ত করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে সেই অগ্রগতির পথেই নিয়ে গিয়েছেন, যেটা আমরা চিরকাল ধরে দেখতে চেয়েছিলাম।'

উপ-রাষ্ট্রপতি বলেন, মহাত্মা গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উভয়েই শ্রীমদ রাজচন্দ্রজীর চেতনা এবং শিক্ষাকে প্রতিফলিত করেন।

তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস নেতা মানিকম ঠাকুর কড়া সমালোচনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করা 'লজ্জাজনক'।

এক্স-এ (আগে টুইটার) এক পোস্টে, মানিকম ঠাকুর লিখেছেন, 'আপনি যদি মহাত্মার সঙ্গে তুলনা করেন, তবে সেটি লজ্জাজনক। স্যার, আমরা সবাই জানি যে ছদ্মবেশের একটি সীমা আছে। আপনি সেই সীমা অতিক্রম করেছেন। আপনার চেয়ার এবং পদে থেকে একজন দালালের তকমা যোগ করবেন না স্যার।'

সোমবারের ইভেন্টে, উপ-রাষ্ট্রপতি 'ভারতের অগ্রগতি প্রতিরোধকারী শক্তি'র বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। দেশের '৫,০০০ বছরেরও বেশি প্রাচীন সভ্যতা'কে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement