Advertisement

Jagdeep Dhankhar: হাসপাতালে ভর্তি উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কী হয়েছে?

অস্বস্তি ও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, রাত ২টো নাগাদ উপ রাষ্ট্রপতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতালে ভর্তি উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কী হয়েছে?হাসপাতালে ভর্তি উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কী হয়েছে?
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 09 Mar 2025,
  • अपडेटेड 10:17 AM IST
  • কার্ডিওলজি বিভাগের প্রধান ডাঃ রাজীব নারাংয়ের অধীনে চিকিৎসাধীন
  • পিটিআই জানিয়েছে, উপ রাষ্ট্রপতির অবস্থা স্থিতিশীল

অস্বস্তি ও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, রাত ২টো নাগাদ উপ রাষ্ট্রপতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রয়েছেন। ধনখড় এইমস-এর কার্ডিওলজি বিভাগের প্রধান ডাঃ রাজীব নারাংয়ের অধীনে চিকিৎসাধীন।

রিপোর্টে আরও বলা হয়েছে, ডাক্তারদের একটি দল তাঁর অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পিটিআই জানিয়েছে, উপ রাষ্ট্রপতির অবস্থা স্থিতিশীল। তবে, ধনখড়ের শারীরিক পরিস্থিতি সম্পর্কে এখনও পর্যন্ত দিল্লি এইমস-র পক্ষ থেকে বুলেটিন দিয়ে কিছু জানানো হয়নি।

গত মাসেই বাংলায় এসেছিলেন উপ রাষ্ট্রপতি ধনখড়। দিল্লি থেকে বিমানে করে পানাগড় পৌঁছন ভারতের উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তারপর সেখান থেকে বায়ুসেনার চপারে চড়ে বীরভূম-ঝাড়খণ্ড সীমানার বায়ুসেনার সুঁড়িচুয়া এয়ারবেসে নামেন। সেখান থেকে সড়কপথে পৌঁছন তারাপীঠ মন্দিরে। তারাপীঠ মন্দিরে পুজো দেন উপরাষ্ট্রপতি। সকাল সাড়ে দশটা নাগাদ মন্দিরে আসেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। প্রথমবার তারাপীঠে এসে মায়ের পূজো দেওয়ার পাশাপাশি পুষ্পাঞ্জলিও দেন তাঁরা। মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'মায়ের দর্শন করে আমরা দুজনে অভিভূত। দেশের শান্তি ও মঙ্গলের জন্য প্রার্থনা করেছি। আমাদের সংস্কৃতির রক্ষা আমাদের কর্তব্য।'

আরও পড়ুন

২০১৯ সালের ৩০ জুলাই থেকে ২০২২ সালের ১৮ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড় ৷ পাশাপাশি তিনি বিশ্বভারতীর প্রধান বা রেক্টর পদেও ছিলেন ৷ সেই সুবাদে এর আগেও বেশ কয়েকবার বীরভূম সফরে এসেছিলেন ৷ উপ রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম তাঁর বীরভূম সফর৷

Read more!
Advertisement
Advertisement