মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট সাংসদের সংখ্যা ৭৮২ জন। জয়ের জন্য প্রয়োজন ৩৯১টি ভোট। বর্তমান রাজনৈতিক সমীকরণে এনডিএর ঝুলিতে ইতিমধ্যেই প্রায় ৪২৭ ভোট নিশ্চিত। ফলে এই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার লিমিটের চেয়েও অনেকটাই বেশি। ফলে এনডিএ প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণনের জেতা কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এনডিএর পক্ষে দাঁড়িয়েছে ওয়াইএসআর কংগ্রেসও। অন্য দিকে বিজেডি (৭ সাংসদ) এবং বিআরএস (৪ সাংসদ) ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিরোধী জোট ‘ইন্ডিয়া ব্লক’ এর হাতে রয়েছে প্রায় ৩২৪ জন সাংসদ। কিন্তু সেই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেকটাই পিছিয়ে। ফলে ন্ডিয়া ব্লকের প্রার্থী বি. সুধর্শন রেড্ডির জয়ের আশা ক্ষীণ বলেই মত বিশ্লেষকদের।
সংখ্যার সমীকরণে এনডিএ এগিয়ে
ভোটের অঙ্ক কষলে, বিজেপি একাই লোকসভায় ২৪০ এবং রাজ্যসভায় প্রায় ১০০ সাংসদ নিয়ে এগিয়ে। সঙ্গে রয়েছে টিডিপি, জেডিইউ, লোক জনশক্তি পার্টি (রামবিলাস), একনাথ শিন্ডের শিবসেনা, জনসেনা পার্টি, জেডিএস, আরএলডি-সহ একাধিক আঞ্চলিক দল। এ ছাড়া অপরা দল, এজিপি, আজসু, হাম(এস), অজিত পাওয়ারের এনসিপি গোষ্ঠী, এসকেএম, ইউপিপি এবং কয়েকজন স্বতন্ত্র সাংসদও এনডিএর ঝুলি ভারী করেছে।
ইন্ডিয়া ব্লকের শক্তি
অন্য দিকে, বিরোধী জোটের ভরসা মূলত কংগ্রেসের ১২৬ জন সাংসদের উপর। এর সঙ্গে রয়েছে সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, উদ্ধব ঠাকরের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি গোষ্ঠী, রাজদ, বামফ্রন্টের সিপিএম-সিপিআই, ন্যাশনাল কনফারেন্স এবং আরও কিছু ছোট দল। সব মিলিয়ে প্রায় ৩২৪ জন সাংসদের সমর্থন পেলেও তা সংখ্যার নিরিখে অনেকটাই পিছিয়ে।
সম্ভাব্য ফল
সব মিলিয়ে রাজনৈতিক অঙ্ক বলছে, এনডিএর প্রার্থীর জয় এখন কার্যত সময়ের অপেক্ষা। বিরোধী ইন্ডিয়া জোট যতই ঐক্যবদ্ধ হোক না কেন, সংখ্যার লড়াইয়ে হার অনিবার্য, মত বিশ্লেষকদের।