একটি ভিডিওতে তিব্বতের আধ্যাত্মিক নেতা দলাই লামাকে একটি শিশুর চুমু ও তারপর তাকে 'জিভ চুষতে' বলে জিভ বের করার ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দালাই লামা শিশুটিকে তার ঠোঁটে চুম্বন করছেন। কয়েক সেকেন্ড পরে দলাই লামাকে তাঁর মুখের দিকে ইশারা করতে এবং তাঁর জিহ্বা বের করতে দেখা যায়। "তুমি কি আমার জিভ চুষতে পারো," ভিডিওতে নাবালক ছেলেটিকে জিজ্ঞেস করতে শোনা যায় দালাই লামাকে।
জানা গেছে একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত দলাইকে সম্মান জানাতে এসেছিল ওই কিশোর। সেই সময়েরই একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, দলাইয়ের সামনে মাথা নোয়ানো কিশোরের চিবুক ধরে তাঁর ঠোঁটে চুম্বন করছেন বৌদ্ধ ধর্মগুরু। তার পরে তিনি নিজের জিভটি বের করে আনেন এবং ওই কিশোরকে বলেন তাঁর জিভটি চুষে নিতে। ভিডিওয় তাঁকে বলতে শোনা যায়, ‘‘তুমি কি আমার জিভটি চুষে দিতে পারবে?’’ এই ভিডিও ঘিরেই শুরু হয়েছে হইচই।
ভিডিওটি ভাইরাল হয়েছে। সঙ্গে জুড়েছে নিন্দামূলক হাজার হাজার মন্তব্যও। বেড়েছে বিতর্ক। তবে নোবেল শান্তি পুরস্কারজয়ী দলাই এর আগেও জড়িয়েছেন বিতর্কে। ২০১৯ সালে নিজের উত্তরসূরি বেছে নেওয়া প্রসঙ্গে দলাই বলেছিলেন, ‘‘যদি কোনও মহিলা দলাই লামা হন, তবে তাঁকে অনেক বেশি আকর্ষণীয় হতে হবে।’’