Advertisement

Mahakumbh Viral Panbaba: IIT-বাবার পর এবার মহাকুম্ভে ভাইরাল পানবাবা, পান খাইয়ে ১৩ রকমের রোগমুক্তির দাবি

এই বাবা প্রসাদ আকারে ভক্ত ও ভক্তদের পান পরিবেশন করেন। তাঁদের পান সম্পর্কে, দাবি করা হয় যে বাবা এর মাধ্যমে ১৩ ধরর রোগ নিরাময় করেন। বাবা, পান বিক্রেতার আশেপাশে যাঁরা উপস্থিত থাকে তাঁদের জন্য পানের ব্যবস্থা করেন। বলা হচ্ছে, বাবার পান পরিবেশনের শখ কয়েক দশকের পুরনো।

মেদিনীপুর মেডিক্যাল কলেজের নতুন MSVP হলেন ইন্দ্রনীল ঘোষ	মেদিনীপুর মেডিক্যাল কলেজের নতুন MSVP হলেন ইন্দ্রনীল ঘোষ
Aajtak Bangla
  • কুম্ভ,
  • 17 Jan 2025,
  • अपडेटेड 7:39 PM IST

প্রয়াগরাজের সঙ্গম তীরে চলতি মহাকুম্ভ ২০২৫-এ, আইআইটিওয়ালা বাবা থেকে রাবড়িওয়ালা বাবা পর্যন্ত সবাই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে আরেক বাবা এখন খুব ভাইরাল হচ্ছে, যাকে মানুষ পানওয়ালা বাবা নামে চেনে। পান দিয়ে ১৩ ধরনের রোগ নিরাময় করতে পারেন বলে দাবি।

আসলে, এই বাবা প্রসাদ আকারে ভক্ত ও ভক্তদের পান পরিবেশন করেন। তাঁদের পান সম্পর্কে, দাবি করা হয় যে বাবা এর মাধ্যমে ১৩ ধরর রোগ নিরাময় করেন। বাবা, পান বিক্রেতার আশেপাশে যাঁরা উপস্থিত থাকে তাঁদের জন্য পানের ব্যবস্থা করেন। বলা হচ্ছে, বাবার পান পরিবেশনের শখ কয়েক দশকের পুরনো।

এই বাবার নাম মহন্ত গিরিধারী দাস। যিনি মূলত রাজস্থানের বাসিন্দা। বাবা বলেন, পান খেলে ১৩ প্রকার রোগ নিরাময় হয়। বাবা বলেন, পান খাওয়ানোর পাশাপাশি তিনি পান খেতেও পছন্দ করেন। তিনি জানান, তার বয়স ৭৪ বছর এবং তাঁর কোনও রোগ নেই।

আরও পড়ুন

ভক্তদের প্রসাদ হিসেবে পান দেওয়া হয়
পানওয়ালা বাবা কুম্ভের সময় রাঘব মন্দিরের শিবিরে থাকেন এবং তাঁর শিষ্যরাও তাঁর পথ অনুসরণ করছেন। তিনি পান বেঁধে আমাদের খাওয়াচ্ছেন। বাবা বলেছিলেন যে ছোটবেলা থেকেই তিনি সবাইকে পান খাওয়াতে পছন্দ করেন। তিনি বললেন, 'ওদের পান সাধারণ পানের থেকে আলাদা, আমার পান অনেক রোগ নিরাময় করে।'

আমরা আপনাকে বলি যে মহাকুম্ভে পৌঁছানোর আগেই আইআইটিিয়ান বাবা অর্থাৎ অভয় সিং আলোচনায় এসেছিলেন। তিনি আইআইটি বোম্বে থেকে পাসআউট এবং কানাডায় মাসিক ৩ লক্ষ টাকা বেতনে কাজ করার পরে, তিনি সবকিছু ছেড়ে সন্ন্যাসী হন। 

সোশ্যাল মিডিয়ায় আইআইটি থেকে বাবার আধিপত্য
অভয় সিং আধ্যাত্মিক সন্ধানে কাশীর ঘাটে ঘুরে বেড়াচ্ছিলেন। তারপর হঠাৎ কাশীর জুনা আখড়ার সাধু সোমেশ্বর গিরি এই আইআইটি ইঞ্জিনিয়ারের সাথে দেখা করেন। কথোপকথন এগোনোপ সঙ্গেই সোমেশ্বর গিরি বুঝতে পারেন যে অভয় সিং সম্পর্কে এমন কিছু রয়েছে যা তাকে অন্যান্যদের থেকে আলাদা করে। এরপর তাঁকে নিজের শিষ্য বানিয়ে নেন।
 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement