Waqf Amendment Bill LIVE: ভোটব্যাঙ্কের জন্য ওয়াকফ বিলের বিরোধিতা করছে বিরোধীরা: শাহ

Aajtak Bangla | নয়াদিল্লি | 02 Apr 2025, 6:23 PM IST

Waqf Amendment Bill in Parliament Live Updates: ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ লোকসভায় পেশ হওয়ার পর রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার বিলটিকে স্বচ্ছতা ও সুশাসনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবি করলেও বিরোধীরা এটিকে সংখ্যালঘুদের সম্পত্তির উপর হস্তক্ষেপ বলে অভিযোগ করছে।

অমিত শাহ

ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ লোকসভায় পেশ হওয়ার পর রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার বিলটিকে স্বচ্ছতা ও সুশাসনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবি করলেও বিরোধীরা এটিকে সংখ্যালঘুদের সম্পত্তির উপর হস্তক্ষেপ বলে অভিযোগ করছে। মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিলটি পেশ করেন। এতে মূলত জেলা প্রশাসনকে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিক ক্ষমতা দেওয়া হয়েছে। আগে ওয়াকফ বোর্ডই এসব বিষয় দেখভাল করত, কিন্তু নতুন বিধি অনুসারে জেলা প্রশাসক ওয়াকফ সম্পত্তির স্বীকৃতি পুনর্মূল্যায়ন করতে পারবেন। বিরোধীদের দাবি, এর মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের সম্পত্তির উপর সরকারি নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা হচ্ছে। এনডিএ জোট বিলের পক্ষে একজোট হলেও বিরোধী শিবির তীব্র আপত্তি জানিয়েছে। কংগ্রেস, আরজেডি, তৃণমূল কংগ্রেসসহ বিরোধী দলগুলি দাবি করছে, এটি সংখ্যালঘুদের ধর্মীয় ও সম্পত্তির অধিকার খর্ব করতে পারে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ও জমিয়ত উলেমা-এ-হিন্দও বিলের বিরোধিতা করেছে। বিজেপি নেতৃত্বের দাবি, বিলটি ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার স্বচ্ছতা আনবে এবং বেআইনি দখলদারি রোধ করবে। তবে বিরোধীদের আশঙ্কা, এটি ওয়াকফ সম্পত্তি দখলের পথ খুলে দিতে পারে। আগামী বৃহস্পতিবার রাজ্যসভায় বিলটি উঠবে। সেখানেও উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা রয়েছে। বিল পাশ হলে এটি সংখ্যালঘু সম্পত্তির ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

7:19 PM (2 months ago)

CAA মুসলিম বিরধিীি নয়, তা প্রমাণ হয়ে গেছে : অমিত শাহ

Posted by :- Soumen Karmakar

অমিত শাহ বলেন, 'যখন সিএএ আইন আনা হয়েছিল, বিরোধীরা বলেছিল, এটা মুসলিমবিরোধী। তারপর যদি একজন মুসলিমও নাগরিকত্ব হারান, দয়া করে আমাদের জানান। বিভ্রান্ত হবেন না।' 

6:41 PM (2 months ago)

সৌগত রায়কে আক্রমণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Posted by :- Madhurma Dev

ওয়াকফ নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়কে আক্রমণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সৌগত রায়কে নিশানা করে বলেন, "দাদার টেনশন বুঝি বাংলার মুসলমানরাও তো আজ শুনছেন। তাই তাঁর টেনশন হওয়াটাই স্বাভাবিক।"

6:30 PM (2 months ago)

ওয়াকফ নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে : অমিস শাহ

Posted by :- Soumen Karmakar

'ওয়াকফ নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। এই হাউসের মাধ্যমে আমি সমগ্র দেশের মুসলিম ভাইদের বলতে চাই যে, একজন অমুসলিমও তোমাদের ওয়াকফের মধ্যে আসবে না।'

6:20 PM (2 months ago)

'ভয় দেখানো হচ্ছে'

Posted by :- Subhankar Mitra

সরকারি সম্পত্তি দান করা যায় না। বিভ্রান্তি ছড়িয়ে সংখ্যালঘুদের ভয় দেখানো হচ্ছে: অমিত শাহ। 

6:19 PM (2 months ago)

ভোটব্যাঙ্কের জন্য বিরোধিতা: শাহ

Posted by :- Subhankar Mitra

মুসলিম ভোটব্যাঙ্কের জন্য ওয়াকফ বিল নিয়ে বিরোধিতা করছে বিরোধীরা, বললেন অমিত শাহ। 

3:02 PM (2 months ago)

ওয়াকফ মুসলিমদের মেরুদণ্ড : কল্যাণ

Posted by :- Soumen Karmakar

ওয়াকফ মুসলিমদের নেরুদণ্ড। আর তা ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। লোকসভায় বললেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,  'এই বিল সংবিধানের বিরুদ্ধে। সাংবিধানিক কাঠামোর উপর আক্রমণ। আমরা এই বিলের সম্পূর্ণ বিরোধিতা করি। বিজেপি ওয়াকফ নিয়ে রাজনীতি করছে। ওয়াকফ সম্পত্তি মুসলিম সম্প্রদায়ের মেরুদণ্ড। ওয়াকফ সংশোধনী বিলে যে পরিবর্তনগুলি করা হচ্ছে তা ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতির ক্ষেত্রে একটি গুরুতর উদ্বেগের বিষয়।'

2:38 PM (2 months ago)

ওয়াকফ নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Posted by :- Soumen Karmakar

এই ওয়াকফ বিল অসাংবিধানিক। সংবিধানের কাঠামোকে অঘাত করে এই বিল। হিন্দু ল ইংরেজ ল কে মানে। কিন্তু মুসলিম ল সম্পূর্ণ অন্য। মুসলিম ল অনুসারে ওই সম্পত্তির মালিক একমাত্র আল্লাহ। তাই সেখানে অন্য কারও হাত দেওয়ার অধিকার নেই। কিন্তু তা মানা হচ্ছে না। 

2:17 PM (2 months ago)

ওয়াকফ বিলের আলোচনায় নোটবন্দির প্রসঙ্গ তুললেন অখিলেশ

Posted by :- Soumen Karmakar

ওয়াকফ বিলের প্রসঙ্গে নোটবন্দির প্রসঙ্গ তুললেন উত্তরপ্রদেশের লোকসভার সাংসদ অখিলেশ যাদব। তিনি বলেন, 'নোটবন্দির কারণে এখনও মানুষ ভুগছে। কর্মসংস্থান কমেছে। সেজন্য নোটবন্দি নিয়ে আলোচনা করা প্রয়োজন। গঙ্গা পরিষ্কারের কর্মসূচি নেওয়া হয়েছিল, তার কী হল? অনেক গ্রাম দত্তক নেওয়া হয়েছিল, তার পরিণাম কী, এগুলো দেশের মানুষের জানা দরকার।' 
 

2:11 PM (2 months ago)

ওয়াকফের 8 লক্ষ সম্পত্তি আছে': রবিশঙ্কর প্রসাদ

Posted by :- sumana

 

'ওয়াকফের 8 লক্ষ সম্পত্তি আছে', রবিশঙ্কর প্রসাদ লোকসভাকে বললেন। 'ওয়াকফ সম্পত্তির উপর জনস্বার্থে কতটা কাজ করা হয়েছে', লোকসভায় প্রশ্নও তোলেন তিনি।

 

2:09 PM (2 months ago)

কলকাতার ফোর্ট উইলিয়মও ওয়াকফ বোর্ডের সম্পত্তি: রবিশঙ্কর প্রসাদ

Posted by :- Arindam

বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বললেন, আমি শুনেছি, কলকাতার ফোর্ট উইলিয়মও ওয়াকফ বোর্ডের সম্পত্তি। আপনারা কি চান না ওয়াকফ বোর্ডের সুবিধা গরিবরা পাবেন না?

1:57 PM (2 months ago)

এই বিলের মাধ্যমে যদি পিছিয়ে পড়া মুসলমানদের ওয়াকফ ব্যবস্থাপনায় সুযোগ দেওয়া হবে: রবিশঙ্কর প্রসাদ

Posted by :- Arindam

বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে যুক্তি তুলে ধরেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। তিনি বিরোধীদের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তোলেন, 'একদিকে বলছে সংশোধন দরকার, আবার বলছে দরকার নেই—দুই বিপরীত মত কীভাবে একসঙ্গে সম্ভব?' তিনি সংবিধানের ১৫ নম্বর ধারা উল্লেখ করে বলেন, 'এই ধারা স্পষ্ট বলছে যে নারীদের সঙ্গে বৈষম্য করা যাবে না এবং পিছিয়ে পড়া শ্রেণির উন্নয়নে সরকার ব্যবস্থা নিতে পারে। এই বিলের মাধ্যমে যদি পিছিয়ে পড়া মুসলমানদের ওয়াকফ ব্যবস্থাপনায় সুযোগ দেওয়া হয়, তাহলে আপত্তির কারণ কী?' রবিশঙ্কর প্রসাদ আরও বলেন, 'সংবিধানের ২৫ নম্বর ধারা অনুযায়ী, যদি ওয়াকফের জমি লুটপাট হয় বা দখল হয়ে যায়, তবে আইন আনার অধিকার সরকারের রয়েছে। তাই এই বিল সংবিধানবিরোধী নয়।'

 

1:56 PM (2 months ago)

এই বিল মোটেও অসাংবিধানিক নয়: রবিশঙ্কর প্রসাদ

Posted by :- Madhurma Dev

"সংবিধানের ডাকে সাড়া দিচ্ছি সংবিধান দিয়েই। সংবিধানের ১৫ ধারায় এর বিধান রয়েছে। ২৫ ধারা উল্লেখ করা হয়েছে। আমার সাথে এর বিভাগ দু'টিও পড়ুন। যদি ওয়াকফ জমি নষ্ট হয়, লুট করা হয় বা দখল করা হয়, তাহলে সংবিধানের ২৫ ধারা আইন তৈরি করার অধিকার দেয়। এই বিল কোনওভাবেই অসাংবিধানিক নয়," বললেন রবিশঙ্কর প্রসাদ।

1:45 PM (2 months ago)

সংখ্যালঘুদের অবস্থা খারাপ: গৌরব গগৈ

Posted by :- sumana

 

'এই সরকারে সংখ্যালঘুদের অবস্থা খারাপ', লোকসভায় বললেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।

1:24 PM (2 months ago)

ইউপিএ সরকার সম্পর্কে যা বলা হয়েছে তা সম্পূর্ণ বিভ্রান্তিকর ছিল - গৌরব গগৈ

Posted by :- sumana

লোকসভার বিরোধী শিবিরের উপনেতা গৌরব গগৈ অভিযোগ করেছেন যে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ইউপিএ সরকার সম্পর্কে যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা।

1:21 PM (2 months ago)

আপনাদের কতজন সাংসদ মুসলিম? রিজিজুকে পাল্টা নিশানা কংগ্রেসের গৌরবের

Posted by :- Arindam

আপনাদের কতজন সাংসদ মুসলিম, আগে সেই প্রশ্নের জবাব দিন। তারপর ওয়াকফ সংশোধনী বিল আনবেন। কিরেন রিজিজু যা যা বললেন, পুরোটাই বিভ্রান্তিকর। কেন্দ্রকে পাল্টা নিশানা করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।

1:17 PM (2 months ago)

ওয়াকফ তৈরি করা যাবে, নারী ও শিশুদের অধিকার হরণ করা যাবে না: রিজিজু

Posted by :- Madhurma Dev

এটি সম্পত্তি ব্যবস্থাপনা সম্পর্কিত একটি বিষয়। তিনি আরও বলেন, "যেখানে বিরোধ আছে সেখানে ওয়াকফ সম্পত্তির বিষয়ে আদালতের ক্ষমতা কীভাবে নিতে পারি। এমনকি যখন সিএএ আনা হয়েছিল, এরা বলেছিল যে মুসলমানদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বলুন তো, কোন মুসলমানের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে? আজকে আবার বিভ্রান্ত হলে এর মাশুল দিতে হবে। তারপর তারা আবার কিছু বিল নিয়ে আসবে এবং আপনাকে প্রকাশ করবে। আপনি ওয়াকফ তৈরি করতে পারেন কিন্তু নারী ও শিশুদের অধিকার কেড়ে নিতে পারবেন না। এটি একটি বড় সংস্কার।"
 

1:13 PM (2 months ago)

ওয়াকফ সংশোধনীর সঙ্গে ধর্মের সম্পর্ক নেই : রিজিজু

Posted by :- Soumen Karmakar

'ওয়াকফ নিয়ে বারবার বলা হচ্ছে, অমুসলিম কেন মুসলিমদের বিষয়ে বলছেন? কিন্তু এই ভাবনা একেবারেই ঠিক নয়। এই সংশোধনীর সঙ্গে ধর্মীয় ব্যবস্থার কোনও সম্পর্ক নেই। এটি সম্পত্তি ব্যবস্থাপনা সম্পর্কিত একটি বিষয়। যেখানে বিরোধ আছে সেখানে ওয়াকফ সম্পত্তি নিয়ে আমরা কীভাবে আদালতের ক্ষমতা নিতে পারি।'  বললেন কিরেন রিজিজু। 

1:13 PM (2 months ago)

'কারও সম্পত্তি কেড়ে নেওয়ার আইন নয়’

Posted by :- sumana

‘ওয়াকফ বিল কারও সম্পত্তি কেড়ে নেওয়ার আইন নয়’, লোকসভায় বললেন রিজিজু।

1:02 PM (2 months ago)

বিল-বিরোধীদের ভুলবে না কেউ: রিজিজু

Posted by :- Souradip

রিজিজু বলেন, 'আমরা যা কিছু পরিবর্তন করেছি তাতে ওয়াকফ সম্পত্তির আরও ভাল ব্যবহার করার জন্য কী করা উচিত, আমরা আপনাদের পরামর্শগুলিকে স্বাগত জানাব। যাঁরা এই বিলের বিরোধিতা করেছেন তাঁদের শতাব্দীর পর শতাব্দী মনে রাখবেন সকলে।'
 

12:59 PM (2 months ago)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ দখল ঠেকিয়েছেন: রিজিজু

Posted by :- Arindam

বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। বিরোধীদের তীব্র আপত্তির মধ্যেই তিনি কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। রিজিজু বলেন, 'যদি ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় না আসত, তাহলে সংসদ ভবন ও বিমানবন্দরের জমিও ওয়াকফের হাতে তুলে দেওয়া হতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ দখল ঠেকিয়েছেন।' বিরোধী দলগুলি বিলটির বিরোধিতা করে তুমুল স্লোগান দিতে থাকে। তবে রিজিজু দাবি করেন, 'কংগ্রেস আমলে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা বর্তমান সরকার সংশোধন করছে।'
 

12:55 PM (2 months ago)

হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় উল্লেখ

Posted by :- Soumen Karmakar

ওয়াকফ সংশোধনীর আলোচনায় একাধিক হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করেন কিরেন রিজিজু। তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, এই সংশোধনীতে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না।  

12:44 PM (2 months ago)

ওয়াকফ বিলে ধর্মীয় কার্যকলাপে হস্তক্ষেপের কোনও বিধান নেই

Posted by :- sumana

 রিজিজু বলেন, ওয়াকফ সংশোধনী বিলে কোনও ধর্মীয় কার্যকলাপে হস্তক্ষেপের কোনও বিধান নেই। আমরা কোনও মসজিদের কাজে হস্তক্ষেপ করব না।

12:35 PM (2 months ago)

ওয়াকফ বিল নিয়ে যা বললেন রিজিজু

Posted by :- Arindam

কী বললেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। 

12:30 PM (2 months ago)

এটি আগের মতো কংগ্রেস আমলের কমিটি নয়: অমিত শাহ

Posted by :- Arindam

লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে বিরোধীদের আপত্তির জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, "এই বিল ভারত সরকারের ক্যাবিনেট অনুমোদন দিয়েছে এবং সংসদের সামনে উপস্থাপন করা হয়েছে। এরপর সংসদ এটিকে যৌথ সংসদীয় কমিটির (JPC) কাছে পাঠায়, যেখানে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।" অমিত শাহ আরও বলেন, "কমিটি তাদের সুপরিকল্পিত মতামত প্রকাশ করেছে, যা পুনরায় ক্যাবিনেটের কাছে গিয়েছে। সেই সুপারিশ মেনে সংশোধনী এনে আইনমন্ত্রী কিরেন রিজিজু এটি উপস্থাপন করেছেন। এটি ক্যাবিনেটের অনুমোদিত বিল, তাই বিরোধীদের আপত্তি তোলার যৌক্তিকতা নেই।" তিনি আরও বলেন, "এটি আগের মতো কংগ্রেস আমলের কমিটি নয়, আমাদের কমিটিগুলি সুপরিকল্পিতভাবে সিদ্ধান্ত নেয়।" তার বক্তব্যের পরেও বিরোধীরা এই বিল নিয়ে তাদের আপত্তি জারি রেখেছে এবং বিতর্ক অব্যাহত রয়েছে।

12:29 PM (2 months ago)

ওয়াকফ সংশোধনী বিল লোকসভায় পেশ, বিরোধীদের তীব্র আপত্তি

Posted by :- Arindam

লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪ পেশ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। তিনি জানান, এই বিল নিয়ে এত বেশি মতামত ও পরামর্শ এসেছে, যা অতীতে কোনও বিলের ক্ষেত্রে দেখা যায়নি। প্রায় ২৮৪টি প্রতিনিধি দল এবং ২৫টি রাজ্যের ওয়াকফ বোর্ড তাদের মতামত জানিয়েছে। এছাড়া, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরাও তাঁদের বক্তব্য তুলে ধরেছেন।

রিজিজু বলেন, “এই বিলের বিরোধিতা করা হলেও এটি সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধে নয় বরং স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করবে।” তিনি আরও জানান, ওয়াকফ আইন প্রথম চালু হয় ১৯১৩ সালে, পরে ১৯৩০ সালে সংশোধন করা হয়। স্বাধীনতার পর ১৯৫৪ সালে নতুন আইন কার্যকর হয় এবং ১৯৯৫ সালে এটি আরও বিস্তৃত করা হয়।

তবে বিরোধী দলগুলোর দাবি, এই সংশোধনী সংখ্যালঘুদের অধিকারের পরিপন্থী এবং সরকার ওয়াকফ সম্পত্তির ওপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। অন্যদিকে, সরকারের যুক্তি, এই সংশোধনীর মাধ্যমে বেআইনি দখল রোধ করা সম্ভব হবে এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত হবে।

এখন বিলটি রাজ্যসভায় পেশ করা হবে, যেখানে আরও বিতর্কের সম্ভাবনা রয়েছে।