Advertisement

PM Narendra Modi: 'ভারত আসিয়ানের সব দেশের সঙ্গে আছে', বিশ্বকে নতুন বার্তা PM মোদীর

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি আসিয়ান শীর্ষ সম্মেলনের ( ASEAN Summit) ভাষণে এশিয়ার দেশগুলোর মধ্যে ঐক্য আরও জোরালো করার পক্ষে সওয়াল করলেন। ভার্চুয়ালি তিনি নিজের বক্তব্য পেশ করেন।

Narendra ModiNarendra Modi
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 26 Oct 2025,
  • अपडेटेड 6:27 PM IST
  • এসিয়ান দেশগুলোর পাশে থাকবে ভারত
  • জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি আসিয়ান শীর্ষ সম্মেলনের ( ASEAN Summit) ভাষণে এশিয়ার দেশগুলোর মধ্যে ঐক্য আরও জোরালো করার পক্ষে সওয়াল করলেন। ভার্চুয়ালি তিনি নিজের বক্তব্য পেশ করেন। বলেন, 'ASEAN এর সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আশা করি এশিয়ার দেশগুলো বিশ্বের উন্নতিতে আরও উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে।' আসিয়ান সম্মেলনে ভারতের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক কারবারিরা। ভারত যে আসিয়ানের দেশগুলোর নেতৃত্ব দিতে চায়, তা পরিষ্কার মোদীর এই বক্তব্য থেকে।  

প্রধানমন্ত্রী বলেন, 'আজ আমি আবারও আসিয়ান ( ASEAN Summit) পরিবারের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পেয়েছি। আসিয়ানের সফল সভাপতিত্বের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানাচ্ছি। ভারতের কান্ট্রি কোঅর্ডিনেটরের ভূমিকা দক্ষতার সাথে পালন করার জন্য ফিলিপাইনের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।' 

তারপরই তিনি বলেন, 'ভারত সর্বদা আসিয়ানের নেতৃত্ব এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এর নীতিকে সমর্থন করে। ভারত এবং আসিয়ান একসঙ্গে বিশ্বের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশর প্রতিনিধিত্ব করে। কেবল ভৌগোলিক নয়, গভীর ঐতিহাসিক সম্পর্কও রয়েছে এই দেশগুলোর। বলা যায়, আমরা গ্লোবাল সাউথের সহযাত্রী। একে অপরের সঙ্গে বাণিজ্য করি। একইসঙ্গে নানাক্ষেত্রের নীতি নির্ধারণে নিজেদের বক্তব্য পেশ করি।' 

মোদীর কথায়, 'বর্তমান আসিয়ান শীর্ষ সম্মেলনের মূল বিষয় হল অন্তর্ভুক্তি এবং স্থায়িত্ব। ভারত সর্বদা আসিয়ান-কেন্দ্রিকতা এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আসিয়ানের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে আসছে। অনিশ্চয়তার এই যুগেও, ভারত-আসিয়ান অংশীদারিত্ব অগ্রগতি করেছে। একবিংশ শতাব্দী ভারত এবং আসিয়ানের শতাব্দী, এই ব্যাপারে আমি নিশ্চিত। ভারত আসিয়ানের দেশগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। সব রকমের সঙ্কটে একসঙ্গে কাজ করবে।'

 প্রসঙ্গত, এই বছরের আসিয়ান সম্মেলনকে ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে। পূর্ব তিমুর-লেস্তে আনুষ্ঠানিকভাবে আসিয়ানের ১১তম সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। গত ২৬ বছরের মধ্যে এমনটা প্রথম হল। প্রায় ১৪ লক্ষ জনসংখ্যার এই ছোট দেশটি এখন আসিয়ানের বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন কাঠামোর অংশ হয়ে উঠবে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement