Advertisement

Sikkim Weather Update: পাহাড়ে ফের ধস, বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

রাজ্যে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে অতি ভারী আর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। এদিকে রাতভর প্রবল বৃষ্টিতে পশ্চিমবঙ্গ ও সিকিমের লাইফ লাইন বলে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়কে বিভিন্ন জায়গায় ধস। ফলে বন্ধ হয়ে গিয়েছে ওই পথে যানচলাচল। এতেই পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিমের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন।

সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jun 2024,
  • अपडेटेड 11:17 AM IST

রাজ্যে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে অতি ভারী আর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। এদিকে রাতভর প্রবল বৃষ্টিতে  পশ্চিমবঙ্গ ও সিকিমের লাইফ লাইন বলে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়কে বিভিন্ন জায়গায় ধস। ফলে বন্ধ হয়ে গিয়েছে ওই পথে যানচলাচল। এতেই  পশ্চিমবঙ্গের সঙ্গে  সিকিমের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। 

কালিঝরা থেকে তিস্তা পর্যন্ত প্রায় ছয় থেকে সাতটি জায়গায় রাস্তায় ধ্বস নেমেছে এছাড়াও বেশ কয়েকটি জায়গায় রাস্তায় ফাটল ধরেছে। এতেই বিপদের আশঙ্কা করে ওই পথে সমস্ত রকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। জানা গেছে সেল্পিদাঁড়ার কাছে  ধসের ফলে ক্ষতিগ্রস্ত হয় রাস্তা। ইতিমধ্যে রাস্তা স্বাভাবিক করতে  কাজ শুরু করেছে প্রশাসন। তবে ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় রাস্তায় ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক শুরু হয়েছে। কারণ রাস্তার মাটি অনেকটাই আলগা হয়ে গিয়েছে যার ফলে যে কোন সময় রাস্তার সম্পূর্ণভাবে তিস্তার গর্ভে চলে যেতে পারে।

প্রসঙ্গত, শুক্রবার রাত থেকেই টানা বৃষ্টি চলছে  পাহাড়ে। তারফলে শনিবার সকাল থেকেই ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ধস নামতে শুরু করে। বড় বড় পাথর সড়কের ওপর পড়ার পাশাপাশি একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ। এই অবস্থায় শিলিগুড়ি-কালিম্পং, শিলিগুড়ি-সিকিমের মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত বুধবারই শিলিগুড়ি-গ্যাংটক যাতায়াতের পথে লিখুভিরের কাছে ধস নেমে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছিল। আর  শনিবারও লিখুভিরের কাছে ধস নামে। জানা যাচ্ছে, সেবকের করোনেশন সেতুর কাছে ১০ নম্বর জাতীয় সড়কের উপর ধস নামে। এই জায়গাটি লিখুভির এবং ২৮ মাইলের মাঝামাঝি অবস্থিত। এছাড়াও আরও একাধিক জায়গায় ধস নেমেছে। তারফলে জাতীয় সড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় যান চলাচল সচল করার জন্য চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

Advertisement

অন্যদিকে, আলিপুরদুয়ারেও প্রবল বর্ষণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। কালচিনি থেকে সাতালি ও মেন্দাবাড়ি হবে হাসিমারাগামী প্রধান সড়কে আচমকা একটি বড় গাছ ভেঙে পড়ে। এরফলে ওই রাস্তায় ব্যাপকভাবে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তা বন্ধ থাকে। এরফলে যান চলাচল ‌বন্ধ থাকে। 

উত্তরবঙ্গে কমলা সতর্কতা
আজ  ভারী থেকে অতি ভারী বৃষ্টির   কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং,জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।  ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং, কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদায়।  ১ তারিখ ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং  আলিপুরদুয়ার।  হলুদ সর্তকতা জারি করা হয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। ২ তারিখ উত্তরবঙ্গের সব জায়গাতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। ৩ তারিখ হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে  দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার।

Read more!
Advertisement
Advertisement