Advertisement

Mamata Banerjee: মুম্বইয়ে উদ্ধব, শরদের সঙ্গেও দেখা করবেন মমতা, বললেন, 'রাজনৈতিক বিষয়ে কথা হবে '

এরপরেই মমতা বলেন, 'লোকসভা ভোটের পর থেকে তাঁর সঙ্গে আমার দেখা হয়নি, রাজনৈতিক বিষয়ে আমাদের কথা হবে। উদ্ধব ঠাকরে ছাড়াও আমি শরদ পাওয়ারের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গেও কথা বলব। শুনেছি অখিলেশ যাদবও বিয়ের আমন্ত্রণ পেয়ে আসছেন। তাঁর সঙ্গেও কথা হতে পারে, এখন দেখতে হবে অখিলেশ কখন মুম্বই এসে পৌঁছচ্ছেন তাঁর উপর।'

Mamata Banerjee, Uddhav thackeray, Sharad Pwar
Aajtak Bangla
  • মুম্বই,
  • 12 Jul 2024,
  • अपडेटेड 10:00 AM IST
  • 'রাজনৈতিক বিষয়ে আমাদের কথা হবে'
  • অখিলেশ যাদবের সঙ্গে দেখা করার ইচ্ছে মমতার 
  • রাহুল গান্ধীকেও আমন্ত্রণ করেছেন মুকেশ

আম্বানিদের বিয়ে বলে কথা! আজ অর্থাত্‍ শুক্রবার মুম্বইয়ে রিসেপশনে এলাহি আয়োজন। দেশ, বিদেশের সব ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা হাজির হয়েছে অনন্ত আম্বানির বিয়েতে। গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে আম্বানিদের বিয়েবাড়ির পাশাপাশি রাজনৈতিক কাজও রাখলেন মমতা। আজ মুম্বইয়ে মমতা দেখা করবেন উদ্ধব ঠাকরে ও এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে। রাজনৈতিক আলোচনা হবে বলেই নিজেই জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

'রাজনৈতিক বিষয়ে আমাদের কথা হবে'

বৃহস্পতিবার মুম্বই যাওয়ার আগে মমতা জানান, তিনি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের কাছে সময় চেয়েছেন দেখা করার জন্য। বলেন, 'আম্বানিরা অনেকবার আমাকে ছেলের বিয়েতে যাওয়ার জন্য বলছে। ছেলেও বলেছে, নীতাজিও বার বার বলেছেন। তা সত্ত্বেও আমি হয়ত যেতে পারতাম না। কিন্তু নিমন্ত্রণ তো, তাই সেখানে যাচ্ছি। তবে শুধু বিয়েবাড়িতেই যাব না, আগামিকাল আমি উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছি। ভোটের পর থেকে ওঁর সঙ্গে আর দেখা বা কথা হয়নি কোনও। আর শরদজির (শরদ পওয়ার) বাড়িতেও যাব, ওঁর সঙ্গে দেখা করতে। তার পর বিকেলে অখিলেশও চলে আসবে, ওর সঙ্গেও কথা হয়ে যাবে। সন্ধেবেলা বিয়েবাড়ি অ্যাটেন্ড করে আমি পরশু (শনিবার) ফিরে আসব।' 

অখিলেশ যাদবের সঙ্গে দেখা করার ইচ্ছে মমতার 

এরপরেই মমতা বলেন, 'লোকসভা ভোটের পর থেকে তাঁর সঙ্গে আমার দেখা হয়নি, রাজনৈতিক বিষয়ে আমাদের কথা হবে। উদ্ধব ঠাকরে ছাড়াও আমি শরদ পাওয়ারের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গেও কথা বলব। শুনেছি অখিলেশ যাদবও বিয়ের আমন্ত্রণ পেয়ে আসছেন। তাঁর সঙ্গেও কথা হতে পারে, এখন দেখতে হবে অখিলেশ কখন মুম্বই এসে পৌঁছচ্ছেন তাঁর উপর।'

রাহুল গান্ধীকেও আমন্ত্রণ করেছেন মুকেশ

ছেলের বিয়েতে নিজে গিয়ে রাহুল গান্ধী, সনিয়া গান্ধীকে নেমন্তন্ন করে এসেছেন মুকেশ আম্বানি। গত ৪ জুলাই মুকেশ আম্বানি ১০ জনপথ লেনে কংগ্রেস নেতা সনিয়া গান্ধীর বাসভবনে। তবে গান্ধী পরিবারের তরফে কেউ বিয়েতে যাচ্ছেন না বলেই সূত্রের খবর। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement