Advertisement

Average Monthly Salary In India: বিশ্বের কোন দেশের মানুষ সবচেয়ে বেশি মাইনে পায়? ভারতের অবস্থান জানুন

সর্বোচ্চ মাসিক গড় বেতনের (Average Monthly Salary) দিক থেকে ইউরোপের সুইৎজারল্যান্ড রয়েছে এক নম্বরে, যেখানে মানুষের গড় মাসিক বেতন ৬ হাজার ২৯৮ ডলার অর্থাৎ প্রায় ৫ লাখ ২১ হাজার ৮৯৪ টাকা।

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 19 Aug 2023,
  • अपडेटेड 9:19 AM IST
  • ইউরোপের সুইৎজারল্যান্ড রয়েছে এক নম্বরে
  • যেখানে মানুষের গড় মাসিক বেতন ৬ হাজার ২৯৮ ডলার

বিশ্বের বিভিন্ন দেশে জনগণকে সর্বোচ্চ বেতন দেওয়ার ক্ষেত্রে আমেরিকা ও ইউরোপের বড় উন্নত দেশগুলোকে হারিয়ে দিয়ে ছোট দেশগুলো জয়ী হয়েছে। বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি বলা এবং সবচেয়ে বড় অর্থনীতির ট্যাগ নিয়ে ঘোরাফেরা করা আমেরিকা সবচেয়ে বেশি বেতনের দেশের তালিকায় তৃতীয় স্থান থেকে ছিটকে গিয়েছে। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিকস অনুযায়ী, সর্বোচ্চ মাসিক গড় বেতনের (Average Monthly Salary) দিক থেকে ইউরোপের সুইৎজারল্যান্ড রয়েছে এক নম্বরে, যেখানে মানুষের গড় মাসিক বেতন ৬ হাজার ২৯৮ ডলার অর্থাৎ প্রায় ৫ লাখ ২১ হাজার ৮৯৪ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে লুক্সেমবার্গ, যেখানে জনগণের গড় মাসিক বেতন ৫ হাজার ১২২ ডলার এবং তৃতীয় নম্বরে রয়েছে এশিয়ার দেশ সিঙ্গাপুর, যেখানে মানুষের গড় মাসিক বেতন ৪ হাজার ৯৯০ ডলার।

বেতনের দিক থেকে চার নম্বরে রয়েছে আমেরিকা

সর্বোচ্চ বেতন দেওয়ার ক্ষেত্রে বিশ্বের কোনও বড় উন্নত অর্থনীতি ৩ শীর্ষ স্থানে নেই। বেতন প্রদানকারী শীর্ষ-১০ দেশগুলোর কথা যদি বলি, তাহলে চার নম্বরে রয়েছে আমেরিকা, যেখানে গড় মাসিক বেতন ৪ হাজার ৬৬৪ ডলার অর্থাৎ ৩ লাখ ৮৬ হাজার ৪৯৭ টাকা। এর পর পাঁচ নম্বরে রয়েছে আইসল্যান্ড, যেখানে গড় মাসিক বেতন ৪ হাজার ৩৮৩ ডলার।

তালিকার ছয় নম্বরে রয়েছে উপসাগরীয় দেশ কাতার এবং এখানকার গড় মাসিক বেতন ৪,১৪৭ ডলার। এর পরে, ডেনমার্ক রয়েছে সাত নম্বরে, যার মাসিক গড় বেতন ৩ হাজার ৫৭০ ডলার। গড় মাসিক বেতন ৩ হাজার ৫৫০ ডলার নিয়ে নেদারল্যান্ডস রয়েছে আট নম্বরে, ৩ হাজার ৫১১ ডলার গড় মাসিক বেতন নিয়ে নয় নম্বরে সংযুক্ত আরব আমিরশাহি। দশ নম্বরে থাকা নরওয়ের গড় মাসিক বেতন ৩ হাজার ৫১০ ডলার।

Advertisement

অনেক উন্নত দেশ শীর্ষ ২০-তে স্থান করে নিয়েছে।

যেখানে বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতিতে অন্তর্ভুক্ত অস্ট্রেলিয়ানদের গড় মাসিক বেতন 3 হাজার ২৬৩ ডলার, জার্মানিতে গড় মাসিক বেতন ৩ হাজার ৫১ ডলার। কানাডায় গড় মাসিক বেতন ২ হাজার ৯৮৮ ডলার এবং ব্রিটেনের মানুষের গড় মাসিক বেতন বেতন ২ হাজার ৯৫৮ ডলার।

ভারত কোন অবস্থানে আছে

বিশ্বের শীর্ষ বেতনের দেশগুলির তালিকায় ভারতীয় উপমহাদেশের অবস্থান কী তা জানা আকর্ষণীয়। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স অনুসারে, ভারত এই তালিকায় ৬৪ নম্বরে রয়েছে এবং এখানে গড় মাসিক বেতন মাত্র ৫৯৪ ডলার অর্থাৎ ৪৯ হাজার ২২৭ টাকা। যেখানে বাংলাদেশের জনগণের গড় মাসিক বেতন ২৫১ ডলার এবং পাকিস্তানে তা ১৫৯ ডলার অর্থাৎ প্রায় ১৩,১৭৫ টাকা। ভারতের মানুষের চেয়ে চিন ও দক্ষিণ আফ্রিকার মানুষের বেতন প্রায় দ্বিগুণ। চিনে গড় মাসিক বেতন ১ হাজার ২ ডলার এবং দক্ষিণ আফ্রিকায় তা ১ হাজার ২১৩ ডলার। অর্থাৎ ভারতকে তার অর্থনৈতিক শক্তি বাড়ানোর পাশাপাশি একই গতিতে জনগণের বেতন বাড়ানোর দিকেও নজর দিতে হবে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement