Advertisement

I.N.D.I.A-র দলগুলি বিভিন্ন রাজ্যে কীভাবে করবে সিট ভাগভাগি? বৈঠকে বড় সিদ্ধান্ত

INDIA জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে? মঙ্গলবারের বৈঠকের পর সেই উত্তরের আশায় ছিল রাজনৈতিক মহল। তবে সমস্ত জল্পনা উড়িয়ে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে জানালেন, 'জয়ের পর আমরা কে প্রধানমন্ত্রী হবেন তা ঠিক করব। আমাদের প্রথম কাজ নির্বাচনে জয়লাভ করা। তারপর আমরা সিদ্ধান্ত নেব।'

Congress President Mallikarjun Kharge with party leaders Sonia Gandhi and Rahul Gandhi, Bihar CM Nitish Kumar, West Bengal CM and TMC chief Mamata Banerjee and other opposition leaders | Photo: PTI
Aajtak Bangla
  • দিল্লি,
  • 19 Dec 2023,
  • अपडेटेड 7:39 PM IST

মঙ্গলবার ২৮ টি দলের নেতাদের উপস্থিতিতে INDIA জোটের চতূর্থ বৈঠক হল। এতগুলি দলের মধ্যে লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি কীভাবে হবে? এদিনের বৈঠকে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি জানান, রাজ্য ভিত্তিতে আসন বন্টন করা হবে। 

এর পাশাপাশি INDIA জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, সেই উত্তরের আশায় ছিল রাজনৈতিক মহল। তবে সমস্ত জল্পনা উড়িয়ে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে জানালেন, 'জয়ের পর আমরা কে প্রধানমন্ত্রী হবেন তা ঠিক করব। আমাদের প্রথম কাজ নির্বাচনে জয়লাভ করা। তারপর আমরা সিদ্ধান্ত নেব।'

কংগ্রেস প্রধান জানান, INDIA জোটের চতূর্থ বৈঠকে মোট ২৮টি দল অংশ নিয়েছিল। মোট ২-৩ ঘণ্টা আলোচনা হয়েছে। স্ট্র্যাটেজি নিয়েও একটি ঐক্যমতে আসা গিয়েছে বলে জানান তিনি। 

এদিন ইন্ডিয়া জোটের বৈঠকের পর সাংবাদিক সম্মেলন হয়। সেই মঞ্চে মল্লিকার্জুন খাড়গে ছাড়াও রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, ফারুক আবদুল্লাহ, প্রেমচন্দ্রন, টিআর বাবু, ডি রাজার মতো হেভিওয়েট নেতারা উপস্থিত ছিলেন। 

সাংবাদিক সম্মেলনে মল্লিকার্জুন খাড়গে জানান, INDIA জোটের মধ্যে রাজ্য স্তরে আসন ভাগাভাগি করা হবে। সেই ফর্মুলায় কাজ না হলে সেক্ষেত্রে সকলে মিলে বিকল্প সিদ্ধান্তও নেওয়া যেতে পারে বলে জানান তিনি। খাড়গে জানান, পাঞ্জাবের মতো নির্দিষ্ট রাজ্যে দলগুলির মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

উল্লেখ্য, এদিনের বৈঠকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়াইয়ের ব্লু-প্রিন্টও সাজিয়ে ফেলা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি থেকে যৌথ প্রচার শুরু হবে বলে সূত্রের খবর। মল্লিকার্জুন খাড়গে আরও বলেন, আগামী ২২ ডিসেম্বর সংসদদের সাসপেন্ড করার বিরুদ্ধে যৌথ প্রতিবাদ জানানো হবে। 

প্রসঙ্গত, এর আগে গত ৬ ডিসেম্বর INDIA-র বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ জোটের শীর্ষ নেতারাই উপস্থিত থাকবেন না বলে জানান। সেই কারণে বৈঠক পিছিয়ে দেয় কংগ্রেস। পরে নতুন করে ১৯ ডিসেম্বরের তারিখ নির্ধারিত হয়। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement