তেলঙ্গানায় ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করলেন এক ২৩ বছর বয়সী মহিলা। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় সেকেন্দ্রাবাদ থেকে মেডচালগামী এমএমটিএস ট্রেনের মহিলা কোচে একা ভ্রমণ করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
কীভাবে ঘটল ঘটনা?
পুলিশ সূত্রে জানা গেছে, আলওয়াল রেলওয়ে স্টেশনে ওই ট্রেনের মহিলা কোচ থেকে দুই যাত্রী নেমে পড়েন, ফলে ওই মহিলা একা পড়ে যান। কিছুক্ষণ পর, প্রায় ২৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর কাছে এসে যৌন আবেদন করে। অভিযোগ, ওই ব্যক্তি তাঁকে ধর্ষণের চেষ্টা চালায়। ভয়ে ও আত্মরক্ষায় মহিলা চলন্ত ট্রেন থেকে লাফ দেন। ঘটনাটি ঘটে গুন্ডলা পোচামপল্লি রেলওয়ে স্টেশনের কাছে।
গুরুতর আহত, তবে আশঙ্কামুক্ত
ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় মহিলার মাথা, থুতনি, ডান হাত এবং কোমরে গুরুতর আঘাত লাগে। পথচারীরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জরুরি পরিষেবায় খবর দেন। পরে তাঁকে চিকিৎসার জন্য গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় চোট লাগলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন এবং সুস্থ হয়ে উঠছেন।
ভুক্তভোগীর পরিচয় ও ঘটনার প্রেক্ষাপট
আনন্তপুরের উরাভাকোন্ডার বাসিন্দা ওই মহিলা বেসরকারি সংস্থায় চাকরি করেন এবং মেডচালের একটি মহিলা হস্টেলে থাকেন। ঘটনার দিন তিনি মোবাইল ফোন মেরামতের জন্য সেকেন্দ্রাবাদে গিয়েছিলেন। ফেরার পথে এই ভয়াবহ অভিজ্ঞতাঁর মুখোমুখি হন তিনি।
অপরাধীকে শনাক্ত করার চেষ্টা
ভুক্তভোগী মহিলা পুলিশের কাছে জানান, অভিযুক্ত ব্যক্তির গায়ের রং কালো, পাতলা চেহারা এবং পরনে ছিল একটি চেক শার্ট। তিনি আরও জানান, আবার দেখলে তিনি অভিযুক্তকে শনাক্ত করতে পারবেন।
আইনি পদক্ষেপ ও তদন্ত
সেকেন্দ্রাবাদের সরকারি রেলওয়ে পুলিশ (GRP) ভারতীয় ন্যায় সংহিতাঁর (BNS) ৭৫ ধারা (নারীর শালীনতা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে আক্রমণ) এবং ১৩১ ধারা (অপরাধমূলক বলপ্রয়োগ) এর অধীনে মামলা দায়ের করেছে। সেকেন্দ্রাবাদ জিআরপি ইন্সপেক্টর সাই ঈশ্বর গৌড় জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত চলছে।
নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এই ঘটনা তেলঙ্গানায় নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। চলন্ত ট্রেনে একা মহিলার উপর যৌন নির্যাতনের ঘটনা রেল যাত্রার নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিও প্রকাশ্যে এনেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
এই ঘটনায় তেলঙ্গানার রেলওয়ে পুলিশ যাত্রীদের আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছে এবং রেল কর্তৃপক্ষকে ট্রেনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।