খোদ সংসদ ভবনের সামনে দুষ্কৃতী হেনস্থার শিকার হলেন মহিলা সাংসদ। গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে কংগ্রেসের সাংসদ আর সুধার সঙ্গে। ঘটনায় গলায় এবং ঘাড়ে চোট পেয়েছেন তিনি।
জানা গিয়েছে, দিল্লির চাণক্যপুরীতে সংসদ ভবন থেকে কিছুটা দূরে আর সুধার সঙ্গে এই ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে বাইকে নিয়ে এসে দুই ছিনতাইবাজ তাঁর গলা থেকে সোনার চেন ছিনিয়ে পালায়।
তামিলনাড়ুর মায়িলাদুথুরাইয়ের কংগ্রেস সাংসদ আর সুধা এক বছর ধরে দিল্লিতেই তামিলনাড়ু ভবনে বসবাস করেন। সোমবার ভোর ৬টা নাগাদ তিনি মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন। সে সময়েই সংসদের ভবনের নিকটে তাঁর সঙ্গে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। নিরাপত্তা নিয়ে জোরদার প্রশ্ন উঠেছে। ল্যুটেন্স দিল্লির মতো এলাকায় সুরক্ষা নেই কেন, তা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন আর সুধা।
তিনি চিঠিতে লেখেন, 'ভোর ৬টা ১৫ মিনিট নাগাদ ঘটনটি ঘটে। আমি পোল্যান্ডের দূতাবাসের সামনে দিয়ে হাঁটছিলাম। তখন দুই ছিনতাইবাজ বাইকে করে এসে গলা থেকে চেন টেনে নিয়ে পালায়। গলায় এবং হাড়ে চোট পেয়েছি আমি। আমার চুড়িদারও ছিঁড়ে গিয়েছে। যে বাইক চালাচ্ছিল তার মাথায় হেলমেট ছিল। ফলে মুখ দেখতে পাইনি। কোনওমতে নিজেকে সামলেছি তখন। সাহায্যের জন্য চিৎকার করেছি।' তাঁর সংযোজন, 'এমন একটি হাই সিকিউরিটি জোনে মহিলা সাংসদের উপর এই ধরনের হামলা হল। ঘটনাটিতে সকলের আতঙ্কিত হওয়ার কথায। হাই সিকিউরিটি জোনেও যদি কোনও মহিলা নিরাপদে হেঁটে যেতে না পারেন, তাহলে আমরা কোথায় নিরাপদ? এই ক্রিমিনাল অ্যাটাকের জেরে আমি ট্রমাতে রয়েছি। অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেফতার করুন স্যার।'
দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, ইতিমধ্যেই মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। CCTV ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের পাকড়াও করার চেষ্টা চলছে। তামিলনাড়ু হাউসের সামনে নিরাপত্তাও বাড়িয়েছে দিল্লি পুলিশ।