Advertisement

World's tallest Lord Ram statue in Goa: গোয়ায় বিশ্বের সবথেকে উঁচু রামমূর্তি, উদ্বোধন করবেন PM মোদী

বৃহস্পতিবার, দক্ষিণ গোয়ার শ্রী সংস্থান গোকর্ণ জীবোত্তম মঠে বিশ্বের সবচেয়ে উঁচু ভগবান রামের মূর্তির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৭ ফুট উচ্চতার ব্রোঞ্জের এই শ্রী রাম মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে মঠে শুরু হবে এক বিরল ঐতিহ্যবাহী মুহূর্ত।

গোয়ায় বিশ্বের সবথেকে উঁচু রাম মূর্তি।-ফাইল ছবিগোয়ায় বিশ্বের সবথেকে উঁচু রাম মূর্তি।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Nov 2025,
  • अपडेटेड 6:02 PM IST
  • বৃহস্পতিবার, দক্ষিণ গোয়ার শ্রী সংস্থান গোকর্ণ জীবোত্তম মঠে বিশ্বের সবচেয়ে উঁচু ভগবান রামের মূর্তির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • ৭৭ ফুট উচ্চতার ব্রোঞ্জের এই শ্রী রাম মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে মঠে শুরু হবে এক বিরল ঐতিহ্যবাহী মুহূর্ত।

বৃহস্পতিবার, দক্ষিণ গোয়ার শ্রী সংস্থান গোকর্ণ জীবোত্তম মঠে বিশ্বের সবচেয়ে উঁচু ভগবান রামের মূর্তির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৭ ফুট উচ্চতার ব্রোঞ্জের এই শ্রী রাম মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে মঠে শুরু হবে এক বিরল ঐতিহ্যবাহী মুহূর্ত।

মঠের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীনিবাস ডেম্পো জানিয়েছেন, প্রধানমন্ত্রী বিকেল ৩.৪৫ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন। তাঁর অবতরণের জন্য মঠ প্রাঙ্গণে বিশেষ হেলিপ্যাডও তৈরি করা হয়েছে। সেখানেই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পর্দা উঠবে শ্রী রামের বিশালকায় মূর্তির ওপর।

গোয়ার পূর্ত মন্ত্রী দিগম্বর কামাত জানিয়েছেন, ভগবান রামের এই ব্রোঞ্জমূর্তি নির্মাণ করেছেন স্ট্যাচু অফ ইউনিটির নকশাকার বিখ্যাত ভাস্কর রাম সুতার। মন্ত্রী দাবি করেছেন, এটি হবে বিশ্বের সর্বোচ্চ রাম মূর্তি।

উন্মোচন অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী মঠের মন্দিরে পূজা-অর্চনা করবেন। এরপর আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। রাজ্যপাল অশোক গজপতি রাজু, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ও কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপাদ নায়েক-সহ রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এছাড়া, মঠ ঐতিহ্যের ৫৫০ বছর পূর্তি উপলক্ষে ২৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডেম্পো জানিয়েছেন, প্রতিদিনই ৭,০০০ থেকে ১০,০০০ দর্শনার্থীর আগমন প্রত্যাশা করা হচ্ছে। ৩৭০ বছর আগে দক্ষিণ গোয়ার কানাকোনা মহকুমার পার্তাগাল গ্রামে নির্মিত এই মঠ দীর্ঘদিন ধরে আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত।

মন্ত্রী কামাত বলেছেন, মঠের সম্পূর্ণ প্রাঙ্গণ নবীকরণ করে আধুনিক রূপ দেওয়া হয়েছে, যাতে এই ঐতিহাসিক অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি পায়।
 

 

Read more!
Advertisement
Advertisement