Advertisement

Yogi Adityanath On Violence: 'হিন্দুদের হত্যা করা হচ্ছে', মুর্শিদাবাদ নিয়ে এবার মুখ খুললেন যোগী

মুর্শিদাবাদের হিংসা ইস্যুতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনউতে এক অনুষ্ঠান থেকে তাঁর অভিযোগ, বিরোধী রাজনৈতিক দলগুলো হিংসায় উস্কানি দিচ্ছে।

Yogi AdityanathYogi Adityanath
Aajtak Bangla
  • লখনউ ,
  • 13 Apr 2025,
  • अपडेटेड 3:02 PM IST
  • মুর্শিদাবাদে হিংসা নিয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ
  • 'হিন্দুদের হত্যা করা হচ্ছে', অভিযোগ করলেন যোগী

মুর্শিদাবাদের হিংসা ইস্যুতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনউতে এক অনুষ্ঠান থেকে তাঁর অভিযোগ, বিরোধী রাজনৈতিক দলগুলো হিংসায় উস্কানি দিচ্ছে। তাতে সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছে। তাঁর অভিযোগ, মুর্শিদাবাদে হিন্দু পরিবারের একাধিক সদস্যকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে খুন করা হয়েছে।  

যোগী আদিত্যনাথ বলেন, 'ওয়াকফ আইন নিয়ে হিংসা উসকে দেওয়া হচ্ছে৷ মুর্শিদাবাদে।  হিন্দুদের খুন করা হচ্ছে। তাদের বাড়ি-গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। লুটপাট করা হচ্ছে। যারা করছে তারা কারা? অথচ ওয়াকফ আইনের ফলে বঞ্চিতরা সুবিধা পাবে। এই জমি যদি রাজস্ব রেকর্ডে ফিরে আসে, তাহলে একজন দরিদ্র মানুষও বাড়়ি পাবে। ভালো ফ্ল্যাট পাবে। তার জীবন যাপন উন্নত হবে।' 

বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিশানা করে যোগী বলেন, 'গরিবরা উঁচু বাড়ি পেলে তাদের ভোটব্যাঙ্ক নষ্ট হয়ে যাবে। এই ভয় করছে বিরোধীরা। আর তারাই হিংসায় উস্কানি দিচ্ছে। তারা প্ররোচিত করছে।' 

আরও পড়ুন

সিএএ-র উল্লেখও করেন যোগী আদিত্যনাথ। সিএএ-র সময়ও হিংসা ছড়ানো হয়েছিল। তাতেও সাধারণ মানুষের ক্ষতি হয়। সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছিল। ওয়াকফ আইন পাশ হওয়ার পর ফের একই জিনিস দেখা যাচ্ছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মতে, মুর্শিদাবাদের হিংসার পিছনে সংকীর্ণ রাজনীতি রয়েছে।  তাঁর মতে, বিশৃঙ্খলা তারাই করছে যাদের ওয়াকফ আইনের ফলে স্বার্থে আঘাত লেগেছে। কারণ জমি পেলে তা থেকে হাসপাতাল, মেডিকেল কলেজ তৈরি হবে। বঞ্চিত শিশুরা লেখাপড়ার ভালো সুযোগ পাবে। এটা অনেকে চায় না। সেই কারণেই হিংসার পরিস্থিতি তৈরি করা হয়েছে। 

প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন হিংসা ছড়িয়ে পড়ে। দুষ্কৃতীরা বেশ কয়েকটি এলাকায় পাথর ছোড়ে। অগ্নিসংযোগ করে। ঘটনাট এখনও পর্যন্ত ৩ জন নিহত। বহু পুলিশকর্মী জখম হয়েছেন। তদন্তে নেমে দেড়শোরও বেশি জনকে গ্রেফতার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিএসএফও।

Advertisement
Read more!
Advertisement
Advertisement