গুজরাত হাইকোর্ট প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে সরকারি জমিতে অবৈধ দখলদার ঘোষণা করেছে। ভদোদরার তান্ডালজা এলাকায় পাঠানের বাংলোর সংলগ্ন জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি করতে গিয়ে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, খ্যাতি বা জনপ্রিয়তার কারণে সেলিব্রিটিদের আইনভঙ্গের ছাড় দেওয়া যায় না।
বিচারপতি মোনা ভাটের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, 'জনপ্রতিনিধি হিসেবে পাঠানের দায়িত্ব আরও বেশি। সমাজে সেলিব্রিটিরা মানুষের আচরণ ও মূল্যবোধকে প্রভাবিত করেন। তাই তাদের আইন লঙ্ঘন করলে অব্যাহতি দেওয়া একেবারেই ভুল বার্তা দেবে এবং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করবে।'
বিরোধের সূত্রপাত
২০১২ সালে ভদোদরা পুরসভা পাঠানকে সরকারি জমি খালি করার নোটিশ দেয়। কিন্তু তিনি নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান। যদিও আদালত স্পষ্ট জানায়, তিনি প্লটটির অবৈধ দখল নিয়েছেন।
নিরাপত্তার অজুহাত
ইউসুফ পাঠান আদালতে দাবি করেন, পরিবারের নিরাপত্তার স্বার্থে তিনি ও তার ভাই প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার ইরফান পাঠান জমিটি কিনতে চান। মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েও ছিলেন। কিন্তু রাজ্য সরকার ২০১৪ সালে সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে।
অব্যাহত দখল ও আদালতের কড়া বার্তা
সরকারি প্রত্যাখ্যান সত্ত্বেও পাঠান জমি ছাড়েননি। এ কারণে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয় এবং শেষ পর্যন্ত হাইকোর্টের সাম্প্রতিক রায়ে তাঁকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ঘোষণা করা হয়।