আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের ময়নাতদন্ত প্রতিবেদন তাৎক্ষণিকভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে না। তিনি পরিষ্কার করেছেন, রিপোর্টটি প্রথমে পুলিশ ও আইনি কর্তৃপক্ষ পরীক্ষা করবে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, 'যদি কেউ জুবিন গর্গের ময়নাতদন্ত প্রতিবেদন দেখতে চায়, তাহলে তাদের যথাযথ আইনি মাধ্যমে আবেদন করতে হবে। এটি জনসাধারণের জন্য প্রচার করা হবে না।'
তদন্তে আইনি প্রক্রিয়ার গুরুত্ব
গায়কের মৃত্যু নিয়ে স্বচ্ছতার দাবি ক্রমশ জোরালো হলেও হিমন্ত বিশ্ব শর্মা জোর দিয়ে বলেন, এমন সংবেদনশীল মামলায় কেবলমাত্র আইনি পথই অনুসরণ করা উচিত। ইতিমধ্যেই সিআইডির তত্ত্বাবধানে তদন্ত চলছে। পাশাপাশি, গর্গের মৃত্যুকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হওয়ায় সরকার শ্যামকানু মহন্ত ও তার সংগঠনগুলিকে সরকারি অনুষ্ঠানে নিষিদ্ধ করেছে।
আবেগঘন প্রতিশ্রুতি
২৭শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশে এক আবেগঘন বার্তায় বলেন, 'যেদিন আমি জুবিনকে ন্যায়বিচার দিতে ব্যর্থ হব, জনগণ আমাকে শাস্তি দিতে পারে। আমরা যদি জুবিনকে ন্যায়বিচার দিতে না পারি, তাহলে ২০২৬ সালে মানুষ কেন আমাদের ভোট দেবে?'
তিনি আরও জানান, ছ'বছর আগে থেকেই তিনি আশঙ্কা করেছিলেন যে জুবিনকে ঘিরে কিছু মানুষ তাকে ভুল পথে পরিচালিত করছে।
জুবিন ‘জাতীয় সম্পদ’
গায়কের প্রতি নিজের ব্যক্তিগত সম্পর্ক ও শ্রদ্ধা স্মরণ করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, জুবিন গর্গকে তিনি সাংস্কৃতিক আইকন জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, বিষ্ণু প্রসাদ রাভা ও ভূপেন হাজারিকার সমকক্ষ জাতীয় সম্পদ হিসেবে মানেন। তিনি আরও স্মরণ করেন, কীভাবে জুবিন তার প্রয়াত পিতা কৈলাস নাথ শর্মার লেখা গানের একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন, যা ব্যাপক সাড়া ফেলেছিল।