Advertisement

Zubeen Garg: স্কুল পাঠ্যে 'জুবিন', গায়কের নামে বিশ্ববিদ্যালয়ের কলাবিভাগ, বড় সিদ্ধান্ত সরকারের

অসমের কিংবদন্তি গায়ক জুবিন গর্গকে সম্মান জানাতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে অসম বিদ্যালয় শিক্ষা পরিষদ। প্রয়াত সঙ্গীত আইকনের জীবন ও কর্মকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে তাঁর জীবনী স্কুলের আধুনিক ভারতীয় ভাষা (MIL) পাঠ্যক্রমের ১৪টি প্রধান ভাষায় অন্তর্ভুক্ত করা হবে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Sep 2025,
  • अपडेटेड 2:12 PM IST
  • অসমের কিংবদন্তি গায়ক জুবিন গর্গকে সম্মান জানাতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে অসম বিদ্যালয় শিক্ষা পরিষদ।
  • প্রয়াত সঙ্গীত আইকনের জীবন ও কর্মকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে তাঁর জীবনী স্কুলের আধুনিক ভারতীয় ভাষা (MIL) পাঠ্যক্রমের ১৪টি প্রধান ভাষায় অন্তর্ভুক্ত করা হবে।

অসমের কিংবদন্তি গায়ক জুবিন গর্গকে সম্মান জানাতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে অসম বিদ্যালয় শিক্ষা পরিষদ। প্রয়াত সঙ্গীত আইকনের জীবন ও কর্মকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে তাঁর জীবনী স্কুলের আধুনিক ভারতীয় ভাষা (MIL) পাঠ্যক্রমের ১৪টি প্রধান ভাষায় অন্তর্ভুক্ত করা হবে।

এই ঘোষণা জুবিনের বাসভবনে কাহিলিপাড়ায় করা হয়। যা অসমের সাংস্কৃতিক ঐতিহ্য এবং জুবিনের অবদানের সঙ্গে পড়ুয়াদের পরিচয় করানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পড়ুয়ারা তাঁর অসাধারণ সঙ্গীত যাত্রা, মানবিক দর্শন এবং শিল্পের প্রতি অঙ্গীকারের সঙ্গে পরিচিত হতে পারবে।

একই সময়ে, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ও জুবিনকে সম্মান জানিয়ে সেখানকার সেন্টার ফর পারফর্মিং আর্টস অ্যান্ড কালচারের নাম পরিবর্তন করে জুবিন গর্গের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রবেশপথে জুবিনের একটি মূর্তি স্থাপন করা হবে। এবং তাঁর সঙ্গীত ও কৃতিত্বের বর্ণনামূলক কফি টেবিল বই প্রকাশ করা হবে।

শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমকে উৎসাহিত করতে, গুয়াহাটি বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ যুব উৎসবে 'জুবিনের গান' নামে একটি নতুন বিভাগ চালু করবে। এর লক্ষ্য হল উদীয়মান প্রতিভাদের তার কালজয়ী সঙ্গীত পরিবেশন করতে এবং তার শৈল্পিক চেতনা এগিয়ে নিতে উৎসাহিত করা।
 

 

Read more!
Advertisement
Advertisement