Advertisement

Zubeen Garg: জুবিনের মৃত্যুতে নিশিতা ও অমৃতপ্রভাকে তলব করল CID, কারা এঁরা?

অসমের সঙ্গীত জগতের কিংবদন্তি ও বহুভাষিক শিল্পী জুবিন গর্গের অকাল মৃত্যুর তদন্তে নড়েচড়ে বসেছে সিআইডি। গায়কের মৃত্যু ঘিরে নানা প্রশ্ন এবং ক্ষোভের মধ্যে শুক্রবার, তিন জন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

জুবিন গর্গ, নিশাতা ও অমৃতপ্রভা।-ফাইল ছবিজুবিন গর্গ, নিশাতা ও অমৃতপ্রভা।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Sep 2025,
  • अपडेटेड 11:38 AM IST
  • অসমের সঙ্গীত জগতের কিংবদন্তি ও বহুভাষিক শিল্পী জুবিন গর্গের অকাল মৃত্যুর তদন্তে নড়েচড়ে বসেছে সিআইডি।
  • গায়কের মৃত্যু ঘিরে নানা প্রশ্ন এবং ক্ষোভের মধ্যে শুক্রবার, তিন জন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

অসমের সঙ্গীত জগতের কিংবদন্তি ও বহুভাষিক শিল্পী জুবিন গর্গের অকাল মৃত্যুর তদন্তে নড়েচড়ে বসেছে সিআইডি। গায়কের মৃত্যু ঘিরে নানা প্রশ্ন এবং ক্ষোভের মধ্যে শুক্রবার, তিন জন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

সিআইডির তলব
সূত্র অনুযায়ী, অভিনেত্রী নিশিতা গোস্বামী, গায়িকা অমৃতপ্রভা মহন্ত এবং সঙ্গীতশিল্পী শেখর গোস্বামীকে সকাল ১১টায় গুয়াহাটির সিআইডি সদর দফতরে হাজির হতে বলা হয়েছে। তদন্তকারীদের দাবি, জুবিনের সিঙ্গাপুর ভ্রমণ এবং তার পরবর্তী মর্মান্তিক ঘটনার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তাঁদের কাছ থেকে পাওয়া যেতে পারে।

সিঙ্গাপুর সফর ও এনইআইএফ যোগসূত্র
জুবিন গর্গ সিঙ্গাপুরে যোগ দিয়েছিলেন নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল (NEIF)–এ। একই অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন নিশিতা গোস্বামীও। ফেরার পরেই জুবিনের আকস্মিক মৃত্যু ঘিরে তৈরি হয় প্রবল বিতর্ক। সাংস্কৃতিক উদ্যোক্তা শ্যামকানু মহন্ত এই উৎসবটির আয়োজক ছিলেন। ঘটনার পর থেকেই তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বহুজন।

শেখর গোস্বামীর ফের জিজ্ঞাসাবাদ
অন্যদিকে, শেখর গোস্বামীকে আগেও আটক করেছিল আসাম পুলিশ। যদিও পরে তাঁকে মুক্তি দেওয়া হয়। এবার সিআইডি তাঁকে ফের হাজির হতে বলেছে। তাঁর কাছ থেকেও ঘটনার বিভিন্ন দিক নিয়ে তথ্য জোগাড় করবে তদন্তকারী দল।

ক্ষোভের মুখে শ্যামকানু মহন্ত
এই মর্মান্তিক ঘটনার পরেই ক্ষোভ বাড়ছে সাংস্কৃতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ উঠছে, সিঙ্গাপুর সফরের সময় জুবিনের স্বাস্থ্যের যথাযথ খেয়াল রাখা হয়নি। বরং শিল্পীর স্বাস্থ্য ও নিরাপত্তার চেয়ে আয়োজকদের চোখ ছিল মুনাফার দিকে। বিশেষত আয়োজক শ্যামকানু মহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে ক্ষোভ প্রবল।

সরকারি পদক্ষেপ
জনরোষ প্রশমিত করতে ইতিমধ্যেই আসাম সরকার শ্যামকানু মহন্তকে আপাতত রাজ্যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন থেকে বিরত রেখেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গায়কের ভক্তদের ক্ষোভ প্রশমিত হওয়ার সম্ভাবনা নেই।


 

Read more!
Advertisement
Advertisement