পঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা শ্রবণ সিংকে দেওয়া হল প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার। অপারেশন সিঁদুরের সময় নিঃস্বার্থভাবে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের গরম দুধ, লস্যি এবং চা দিয়েছিলেন। অল্প বয়সেই তাঁর দেশপ্রেম শেখার মতো। শ্রবণ জানিয়েছে,'আমাদের গ্রামে জওয়ানরা এসেছিলেন। তখন আমি দুধ, চা, লস্যি নিয়ে যেতাম'।