বয়স শুধুমাত্র একটি সংখ্যা। ইচ্ছাশক্তিটাই আসল। এই আপ্তবাক্য আবার প্রমাণ করলেন 103 বছর বয়সী কলাবতী দেবী। কাশী উত্তর বিধানসভা কেন্দ্রের পরমানন্দপুরের বাসিন্দা কালাবতী দেবী 100 মিটার দৌড়ে অংশ নেবেন। শতায়ু হয়েও এত অফুরাণ প্রাণশক্তির অধিকারী হন কিভাবে? কলাবতী দেবীকে দেখে এটাই এখন বারাণসীর মানুষের আলোচনার মুখ্য বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই নাকি তাঁর অনুপ্রেরণা। এমনটাই জানিয়েছেন ১০৩ বছরের কলাবতী দেবী। কলাবতী দেবী জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'খেলেগা ভারত তো খিলেগা ভারত' নীতি থেকে প্রভাবিত হয়েছেন ৷ আর সেই কারণেই এমপি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি ৷