৩৬০ কেজি বিস্ফোরক পদার্থ, রাইফেল এবং প্রচুর বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হল দিল্লির কাছে ফরিদাবাদ থেকে। জম্মু-কাশ্মীর পুলিশের বড় সাফল্য। পুলওয়ামার পর কি তবে দিল্লির কাছে হামলার ছক ছিল? কাশ্মীরে ধৃত চিকিৎসক আদিল আহমেদকে জেরা করে এই বিস্ফোরকের হদিশ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, মুজমিল শাকিল নামে আরও এক ডাক্তার ফরিদাবাদে গোলাবারুদ এবং হাতিয়ার লুকিয়ে রাখার কাজ করছিল।