করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। তারই মধ্যে বড় সাফল্য পেল CBI। 10 দিনের মাথায় স্টেশন মাস্টার সহ 3 জনকে আটক করল CBI। অজ্ঞাত জায়গায় নিয়ে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকদের মধ্যে রয়েছেন অভিশপ্ত বাহানাগা বাজার স্টেশনের মাস্টার, একজন রেল টেকনিশিয়ান এবং রেলেরই আরও এক কর্মী। তবে তদন্ত ভার পাওয়ার পর থেকেই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে চুপ থাকছেন তদন্তকারী অফিসাররা। তাই ওই তিনজনকে ঠিক কী কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই নিয়ে কোনও তথ্য মেলেনি। তবে তদন্তকারী অফিসারদের কাছে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে। যার মধ্যে অন্যতম দুর্ঘটনায় কোনও যান্ত্রিক ত্রুটি বা সিগন্যাল বিভ্রাট ছিল নাকি রেলের কোনও কর্মীর গাফিলতি ছিল। এর আগে তদন্তে নেমে একাধিক রেলের কর্মীর ফোন বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। খতিয়ে দেখা হয় তাঁদের কল রেকর্ডিংও। পাশাপাশি বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের পাইলটদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদিকে এখনও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ চাইছে 12 টি রাজনৈতিক দল। 12 টি রাজনৈতিক দল ধর্নায় বসারও হুমকি দিয়েছে। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি চিঠিও দেওয়া হয়েছে। ওই 12 টি রাজনৈতিক দলের দাবি সিট গঠন করে হোক করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্ত। এই ঘটনায় মৃত্যু হয়েছে 288 জনের। এখনও মৃতদেহ পাননি অনেক পরিবার।