বাজারে সবজির দামে আগুন। বিশেষ করে টমেটোর দাম সারা দেশেই আকাশছোঁয়া। সাধারণ মানুষের অবস্থা নাজেহাল। এরই মধ্যে অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লির এক মন্দিরে ভগবানকে নিবেদন করা হল মেয়ের ওজনের সমান টমেটো। দেখা গেল ৫১ কেজি। আর সেই ওজনের টমেটো ভগবানকে উৎসর্গ করা হল।